Friday, December 5, 2025

সমতল ঊষ্ণ হলেও রাজ্যে পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু

Date:

Share post:

কিশোর সাহা

কলকাতা সহ সমতলের বিস্তীর্ণ এলাকায় জমাট শীতের দেখা না মিললেও রাজ্যের সর্বোচ্চ এলাকায় তুষারপাত শুরু হয়ে গেল। শনিবার রাতে দার্জিলিঙ জেলার সান্দাকফু এলাকায় তুষারপাত হয়েছে। তুষারপাতে সান্দাকফুর রাস্তা, ঘরদোরের ছাদ ঢেকে গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রাতে সান্দাকফুর তাপমাত্রা শূন্য ডিগ্রির নীচে চলে গিয়েছিল রবিবার সকালে তাপমাত্রা ৬-৭ ডিগ্রির আশেপাশেই রয়েছে। তবে ফালুটের তাপমাত্রা সকালেও শূন্য ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে।
পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু এলাকা হল দার্জিলিঙের সান্দাকফু। ফি শীতে সেখানে বরফ পড়বেই। শীতের মরসুমে তুষারপাতের আমেজ উপভোগ করতে সেখানে আগ্রহীদের ভিড় উপচে পড়ে। এবার করোনার কারমে সেই বিড় অনেকটাই কম। তবে রোজই কমবেশি জনা দশেক পর্য়টক কোভিড বিধি মেনে পাড়ি জমাচ্ছেন বলে সূত্রের খবর। সম্প্রতি মডেল তথা অভিনেতা মিলিন্দ সোমান দার্জিলিঙে একটি ম্যারাথনের উদ্বোধনে গিয়ে সান্দাকফু ট্রেকিংয়ে গিয়েছিলেন।
দার্জিলিঙের ট্যুর অপারেটরদের সংগঠনের সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল থেকেই সান্দাকফুর আবহাওয়া ছিল মেঘে ঢাকা। সন্ধ্যার পরে বৃষ্টিও হয়। রাত একটু গভীর হতেই শুরু হয় তুষারপাত। রাতে কয়েক দফায় তুষারপাতের ফলে সকালে উটে সান্দাকফুর বাসিন্দারা দেখতে পান সেই চিরাচরিত ছবি। গোটা এলাকার রাস্তাঘাট দুধসাদা হয়ে গিয়েছে। বরফের কুচিতে গাছপালা সেজেছে। তা দেখার পরে সান্দাকফুর জিপচালকদের সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, কিছুটা হলেও পর্য়টকদের সংখ্যা বাড়বে।
দার্জিলিং লাগোয়া সিকিমেও উঁচু এলাকায় দফায় দফায় তুষারপাত চলছে। নাথু লা, ছাঙ্গুর তাপমাত্রা তো শূন্য ডিগ্রির নীচেই ঘোরাফেরা করছে। রাতে নাথুলার তাপমাত্রা মাইনাস ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। ছাঙ্গুতেও মাইনাস ২-৩ ডিগ্রি সেলসিয়াস। গ্যাটকে অবশ্য যথারীতি আরামপ্রদ আবহাওয়া।
শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় শনিবার গভীর রাতে বৃষ্টি হয়েছে। ফলে, সকাল থেকে হিমশীতল বাতাস বইছে সমতলের অনেক এলাকাতেই। তবে দিনের তাপমাত্রা কিন্তু ২২-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে।

spot_img

Related articles

Road to London: ভারত থেকে সড়ক পথে ১৬০০০ কিলোমিটার পাড়ি

এককালে নাকি কলকাতা থেকে লন্ডন বাস চলত। তবে সেসব সোনালি অতীত পেরিয়ে জাহাজের পরে, এখন বিমানের যুগ। কিন্তু...

বাগদানের আংটি উধাও, বিয়ে বিতর্কের পর প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি

বিয়ে নিয়ে জটিলতার মধ্যেই প্রথমবার সমাজ মাধ্যমে এলেন স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় স্মৃতি-পলাশের সম্পর্ক। ...

সুপ্রিম নির্দেশের দুদিন পরেও চুপ কেন্দ্র! ফের মামলা করার পর শুক্রে দেশে ফিরলেন সোনালি

কেন্দ্রের ঔদ্ধত্যের চরম নিদর্শনের সাক্ষী বীরভূমের সোনালি খাতুন। সুপ্রিম কোর্টের এক দিন নয়, দুদিন ধরে নির্দেশ দিয়েছে বাংলাদেশে...

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...