ফের রাজনীতির ময়দানে, দলীয় কর্মসূচিতে তথাগত রায়

বেশ কয়েক বছর পর সরাসরি রাজনৈতিক কর্মসূচি নিয়ে পথে নামলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। প্রায় ৫ বছর রাজনৈতিক কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তথাগত রায়। রাজ্যপালের পদ সামলেছেন ত্রিপুরা, মেঘালয়ে। মেয়াদ শেষে রাজ্যে ফিরেছেন মাস দুয়েক আগে৷ এবার তিনি প্রথম সরাসরি দলীয় কর্মসূচিতে যোগ দিলেন।

আরও পড়ুন- রাজ্যের ক্রীড়া রাজনীতি গরম করে আজ ভোটযুদ্ধে মুখোমুখি দুই ভাই
দক্ষিণ ২৪ পরগনার গড়িয়াতে বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযানে’ অংশ নেন তথাগত রায়। তিনি বাড়ি বাড়ি যান। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। দীর্ঘ সময় তিনি রাজনীতির বাইরে ছিলেন৷ এবার দলের জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন।
তথাগত রায় বলেছেন, “বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই ভালো। এই অভিযানে রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ টের পেয়েছি৷” তিনি বলেন, “রাজনৈতিক ময়দানে সরাসরি এটাই প্রথম কর্মসূচি৷ পার্টির সঙ্গে সম্পর্ক আছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার বৈঠকও হয়েছে।”

Previous articleবাবরি মসজিদ ধ্বংসের ২৮ বছর পার.. ফিরে দেখা ইতিহাস
Next articleসমতল ঊষ্ণ হলেও রাজ্যে পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু