চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বছর ৯১ এর এই শিল্পী। ভুগছিলেন হৃদযন্ত্রের সমস্যায়। রবিবার সকালে চলে গেলেন এই প্রবীন অভিনেতা। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’। তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে এই বর্ষীয়ান অভিনেতা ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে।

আরও পড়ুন-স্মরণে শ্যামল: সভামঞ্চ থেকেই কেন্দ্র-রাজ্যকে তোপ সুজন, তন্ময়দের

Previous articleঅস্ট্রেলিয়ার টি-২০সিরিজ থেকে ছিটকে গেলেন স্টার্ক
Next articleভবানীপুরে একাধিক কর্মসূচিতে নাড্ডা, মধ্যাহ্নভোজ সারবেন ডায়মন্ডহারবারে