শুরু হল রাজ‍্য টেবিল টেনিস প্রতিযোগিতা

 

নিউ নর্মাল এই দুনিয়ায়, নিউ নর্মালের পথে খেলার দুনিয়া। করোনা কালের মাঝে সোমবার থেকে শুরু হচ্ছে রাজ‍্য টেবিল টেনিস প্রতিযোগিতা। দক্ষিন কলকাতার গাঙ্গুলি বাগান রামগড় প্রগতি সংঘের অডিটোরিয়ামে বসতে চলেছে এই টুর্নামেন্টর আসর।

করোনা কালের মাঝে রাজ‍্যে শুরু হয়েছে ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতা। কিন্তু শুরু করা হয়নি কোন ইন্ডোর গেম। এবার সেই পথে হাটতে চলেছে রাজ‍্য টিটি অ‍্যাসোসিয়েশন। সোমবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবেন ৪০০ জন প্রতিযোগি। ১৩ ডিসেম্বর হবে ফাইনাল।

পশ্চিমবঙ্গ রাজ‍্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত জানান, এই পরিস্থিতিটা খুবই স্পর্শকাতর। তাই সবরকম স্বাস্থ‍্যবিধি মেনেই টুর্নামেন্ট শুরু করা হচ্ছে। বাংলার মোট ১৯ টি জেলার ইউনিট থেকে খেলোয়ার আসবে। তবে এই প্রতিযোগিতায় দর্শক প্রবেশ নিষেধ। এর পাশাপাশি তিনি এও জানান টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় সাতদিন আগে থেকে স‍্যানিটাইজ করা হচ্ছে গোটা অডিটোরিয়াম চত্বর।

আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ড: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে CBI হাজিরা এড়ালেন লালা

Previous articleইতিহাস : অনার্স গ্র্যাজুয়েট শবর কন্যা রমনিতা
Next articleশিলিগুড়িতে পুলিশের ব্যারিকেডে থমকে দিলীপ ঘোষের গাড়ি, ডাকলেন সাংবাদিক বৈঠক