Tuesday, November 4, 2025

কৃষক স্বার্থে আজ থেকে পথে তৃণমূল, গান্ধী মূর্তির পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ

Date:

Share post:

কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় আজ, মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। ধর্মঘটের ইস্যুগুলিকে নৈতিক সমর্থন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে বনধ-কে সমর্থন নয়। কৃষকদের পাশে থাকতে তৃণমূল আন্দোলনের অন্য এক রূপরেখা তৈরি করেছে।

মোদি সরকারের আমলে কৃষক ও শ্রমিকরা চরম দুর্দশার মধ্যে রয়েছেন। স্বার্থ বিরোধী বিল এনে কৃষক ও শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাঁদের স্বার্থেই ফের পথে নামছে তৃণমূল। আজ, মঙ্গলবার কলকাতার রাজপথে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ করবে তৃণমূলের কিষাণ খেতমজদুর শাখা। আজ থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। চলবে ১০ তারিখ পর্যন্ত। বৃহস্পতিবার গান্ধীমূর্তির পাদদেশে দলের কর্মসূচিতে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গান্ধীমূর্তির পাদদেশে কৃষক স্বার্থে আন্দোলনকে অন্যমাত্রায় নিয়ে যেতে চাইছে তৃণমূল। ফসল ও চাষের সরঞ্জাম নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক দল। এই কর্মসূচিতে গ্রামাঞ্চল থেকেও যোগ দেবেন কৃষকরা। রাজ্যের প্রতিটি ব্লকেও কর্মসূচি নেওয়া হয়েছে। কিষাণ খেতমজদুর শাখার সভাপতি বেচারাম মান্না বলেন, বিজেপি কৃষক বিরোধী। কৃষকদের উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার কোনও দৃষ্টি দেয়নি। দেশের কৃষকদের চরম দুরবস্থার মধ্যে ঠেলে দিয়েছে কেন্দ্র সরকার। এদিকে কৃষক স্বার্থে ভারত বনধ-কে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে তৃণমূল।

অন্যদিকে রেল, বিমানবন্দরের মতো দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা কেন্দ্র লাগাতার করে চলেছে বলে অভিযোগ তৃণমূলের। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ব্রেবর্ন রোডে কোল ইন্ডিয়ার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসি নেত্রী দোলা সেন বলেন, দেশের জাতীয় সম্পত্তিগুলিকে বিক্রি করা চলবে না। বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন : এবার নন্দীগ্রামেই নতুন অফিস অনুগামীদের, কোলাঘাটে পর পর বৈঠকে শুভেন্দু

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...