Sunday, August 24, 2025

শাহের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা নিষ্ফলা, পরশু ফের কেন্দ্র-কৃষক বৈঠক

Date:

রফাসূত্র এখনও অধরা। মঙ্গলবার রাতে তিন ঘণ্টার আলোচনাও অমীমাংসিত থেকে গেল। ভারত বনধের দিনেই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমত তাঁর সঙ্গে আলোচনায় যোগ দিতে যান ১৩ জন কৃষকনেতা। এদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বাম কৃষকনেতা হান্নান মোল্লাও। আলোচনায় যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। জানা গিয়েছে, দু-তিনটি সংগঠন মধ্যপন্থায় রাজি হলেও বেশিরভাগ কৃষক সংগঠনের দাবি, চলতি কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মোদি সরকারের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, গোটা আইন প্রত্যাহারের প্রশ্নই নেই। বড়জোর এপিএমসি বা মান্ডি ব্যবস্থা এবং এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সংশোধনী আইনে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি কোনও পক্ষই। ফলে তেরোদিনের মাথায় কয়েক দফা আলোচনাতেও রফা সূত্র না মেলায় কৃষক বিক্ষোভ অব্যাহত থাকছে।

এদিনের আলোচনায় ঠিক হয়েছে, আগামিকাল বুধবার লিখিতভাবে কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব যাবে কৃষক সংগঠনগুলির কাছে। কৃষকনেতারা তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে কৃষকদের সর্বশেষ অবস্থান ঠিক করবেন। তার ভিত্তিতে পরশু অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা বৈঠক করবেন। এই মুহূর্তে একদিকে অধিকাংশ কৃষক সংগঠন যেমন নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড়, তেমনি সরকারও আইন প্রত্যাহার হবে না বলে অনমনীয় মনোভাব নিয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে অচলাবস্থা অব্যাহত। কাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকেও নজর সবার।

আরও পড়ুন- পিকে-চুনী-রনির পর শিল্ডে এবার “ভারতের মারাদোনা” কৃশানু দে’র নামে ট্রফি

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version