Saturday, May 17, 2025

শাহের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা নিষ্ফলা, পরশু ফের কেন্দ্র-কৃষক বৈঠক

Date:

রফাসূত্র এখনও অধরা। মঙ্গলবার রাতে তিন ঘণ্টার আলোচনাও অমীমাংসিত থেকে গেল। ভারত বনধের দিনেই কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমত তাঁর সঙ্গে আলোচনায় যোগ দিতে যান ১৩ জন কৃষকনেতা। এদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের বাম কৃষকনেতা হান্নান মোল্লাও। আলোচনায় যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরও। জানা গিয়েছে, দু-তিনটি সংগঠন মধ্যপন্থায় রাজি হলেও বেশিরভাগ কৃষক সংগঠনের দাবি, চলতি কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করতে হবে। অন্যদিকে মোদি সরকারের তরফে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, গোটা আইন প্রত্যাহারের প্রশ্নই নেই। বড়জোর এপিএমসি বা মান্ডি ব্যবস্থা এবং এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সংশোধনী আইনে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেনি কোনও পক্ষই। ফলে তেরোদিনের মাথায় কয়েক দফা আলোচনাতেও রফা সূত্র না মেলায় কৃষক বিক্ষোভ অব্যাহত থাকছে।

এদিনের আলোচনায় ঠিক হয়েছে, আগামিকাল বুধবার লিখিতভাবে কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব যাবে কৃষক সংগঠনগুলির কাছে। কৃষকনেতারা তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে কৃষকদের সর্বশেষ অবস্থান ঠিক করবেন। তার ভিত্তিতে পরশু অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা বৈঠক করবেন। এই মুহূর্তে একদিকে অধিকাংশ কৃষক সংগঠন যেমন নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড়, তেমনি সরকারও আইন প্রত্যাহার হবে না বলে অনমনীয় মনোভাব নিয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে অচলাবস্থা অব্যাহত। কাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকেও নজর সবার।

আরও পড়ুন- পিকে-চুনী-রনির পর শিল্ডে এবার “ভারতের মারাদোনা” কৃশানু দে’র নামে ট্রফি

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version