Friday, August 22, 2025

ফের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব রাজ্যপাল জগদীপ ধনকড়ের

Date:

Share post:

তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল। অথচ রাজ্যের কোন বিষয়ে অবহিত করা হয় না তাঁকে। এমনই দাবি করে ফের রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ১২ ডিসেম্বরের মধ্যে দুজনকে দেখা করতে বলা হয়েছে। টুইট করে সেকথা প্রকাশ্যে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও এখনও পর্যন্ত কারোর তরফেই কোনও উত্তর দেওয়া হয়নি তাঁকে।

প্রসঙ্গত, প্রথম থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে বারবার রাজ্য প্রশাসনের কাছে তথ্য জানতে চাইলেও, কোনও উত্তর পাওয়া যায়নি। বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশও জানিয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে বলে অমিত শাহের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল।  পাল্টা শাসক দলের তরফে তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ওকালতি করার অভিযোগ তোলা হয়েছে।

আরও পড়ুন : আলাদা দল’ই গড়ছেন শুভেন্দু, ঘোষণা নিয়ে ধন্দ, কণাদ দাশগুপ্তর কলম

এদিন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তার তীব্র সমালোচনা করে ট্যুইটে লিখেছেন, রাজ্যের বিভিন্ন ঘটনা, পরিস্থিতি সম্পর্কে আমাকে নিয়মিত আপডেট করায় তাঁরা ব্যর্থ। তাঁরা লাগাতার জবাব, প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন। টুইটে তিনি সময় উল্লেখ করে বলেছেন, ১২ তারিখের ওদিকে যেন না হয়, তাঁর মধ্যেই দেখা করতে হবে ওঁদের।

এদিকে, রাজ্যপালের এই কাজ সংবিধান বিরুদ্ধ বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর পাল্টা দাবি, সংবিধানের ১৬৭ ধারায় উল্লেখ আছে, রাজ্যের কোনও বিষয়ে জানতে হলে, রাজ্যপাল সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। কিন্তু এভাবে রাজ্য প্রশাসনের ও পুলিশের আর কোনও আধিকারিককে নির্দেশ দিতে পারেন না। মন্তব্য সৌগত রায়ের।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...