Saturday, December 20, 2025

ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী

Date:

Share post:

সরকারের তরফে বুধবার কৃষকদের কাছে যে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে তাতে কোনওভাবেই খুশি নন কৃষকরা। এহেন অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর থেকে কৃষক আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৃষকদের তরফে। ওইদিন গোটা দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। স্বাভাবিকভাবেই কৃষকদের এহেন হুঁশিয়ারিতে প্রবল চাপে কেন্দ্রীয় সরকার। কোন পথে কৃষক আন্দোলন সামাল দেওয়া যায় সে রাস্তা খুঁজতে বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সরকারের পাঠানো লিখিত প্রস্তাব কৃষকদের তরফে খারিজ হওয়ার পরই এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তড়িঘড়ি সমাধানের রাস্তা খুঁজতে অমিত শাহের বাসভবনে উপস্থিত হন তিনি। অনুমান করা হচ্ছে, কৃষক আন্দোলন কীভাবে সামাল দেওয়া যায় তার পথ খুঁজতেই এই বৈঠক। অন্যদিকে, কৃষকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকার কৃষি আইন বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন থেকে কোনওভাবেই পিছু হটবেন না তারা। আগামী ১২ ডিসেম্বর দিল্লি জয়পুর- হাইওয়ে অবরোধের ডাক দিয়েছেন কৃষকরা। আগামী ১৪ ডিসেম্বর গোটা দেশজুড়ে বিক্ষোভের পাশাপাশি বিজেপির সদরদফতর ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সবমিলিয়ে কৃষক আন্দোলনের জেরে কার্যত কোণঠাসা মোদি সরকার।

আরও পড়ুন:১৪ ডিসেম্বর দেশজুড়ে আন্দোলন, কেন্দ্রের সঙ্গে আর বসতে রাজি নন কৃষকরা

পাশাপাশি বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্বারস্থ হয়ে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছেন পাঁচ সদস্যের বিরোধী প্রতিনিধি দল। এখানে উপস্থিত ছিলেন এনসিপি’র প্রধান শরদ পাওয়ার, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ আরও দুই নেতৃত্ব। জানা গিয়েছে ২৫টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাহুল গান্ধী জানান, সরকারের তরফে যে বিল পাস করা হয়েছিল তা কোনওভাবেই কৃষকদের স্বার্থে নয়। এটা ‘কৃষক বিরোধী’ বিল। অগণতান্ত্রিক উপায়ে তাড়াহুড়ো করে পাশ করানো হয়েছিল বিলটি। রাষ্ট্রপতির কাছে অবিলম্বে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছি আমরা।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...