Wednesday, December 17, 2025

শাসক দলের ১০ বছরের রিপোর্ট কার্ড বৃহস্পতিবার প্রকাশ্যে

Date:

Share post:

১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী বিধায়করা উন্নয়নের কী কী কাজ গোটা বাংলা জুড়ে করেছেন, সরকার কী কাজ করেছেন, অর্থাৎ বিগত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী কাজ করেছে, সেই উন্নয়নের খতিয়ান থাকবে এই রিপোর্ট কার্ডে। অনেক সময় বিরোধী দল শাসকদলের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য প্রকাশের দাবি তোলে। কিন্তু সরকারে থাকা একটি দল তারা নিজেরাই তাদের কাজের খতিয়ান পেশ করছে তাও আবার বিধানসভা নির্বাচনের এক মাস আগে। বঙ্গ রাজনীতিতে এই ঘটনা সম্ভবত এর আগে ঘটেনি। কাল, বৃহস্পতিবার বেলা বারোটায় তৃণমূল ভবনে এই রিপোর্ট কার্ড পেশ করা হবে।

তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে অনেকটাই মাটির কাছাকাছি থেকে প্রযুক্তির সাহায্যে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এ ব্যাপারে অগ্রণী টিম পিকে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার এবং দলের প্লাস-মাইনাস সবটাই পর্যালোচনা বিচার বিবেচনা করে তাদের মতো করে তাঁরা দলকে রিপোর্ট দিচ্ছেন। জেলায়-জেলায় ছড়িয়ে রয়েছে টিম পিকের সদস্যরা। এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে রিপোর্ট কার্ড বা শাসকদলের পেশ করা রিপোর্ট কার্ডে উন্নয়নের খতিয়ান যে রাজনীতিতে চর্চার বিষয় হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। লক্ষ্যণীয় বিষয় হলো, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ, জঙ্গলমহল সহ বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি পর্যালোচনা করেছে দল, যা নিয়ে রীতিমতো রাজনৈতিক মহলের আগ্রহ তৈরি হয়েছে।

২০১৬-র বিধানসভা নির্বাচনের মতো ২০২১-এর বিধানসভা নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়বেন। আর কয়েক মাস মাত্র বাকি বিধানসভা নির্বাচনের। তার আগে সরকারের রিপোর্ট কার্ডে উন্নয়নের খতিয়ান পেশ করে বঙ্গবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিতে চান, মানুষের উন্নয়নই তাঁর কাছে শেষ কথা। বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপি যেভাবে সর্বশক্তি দিয়ে ভোটের লক্ষ্যে নেমেছে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হাতিয়ার হবে উন্নয়নই।

আরও পড়ুন- পঞ্চাশ বছরের একাকিত্ব: কেমন আছেন শহিদ-পত্নী অনিতা?

spot_img

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...