Thursday, January 29, 2026

আজ ভবানীপুর-কালীঘাটে নাড্ডা, কাল ডায়মন্ড হারবারে

Date:

Share post:

সফরসূচি একদিন পিছিয়ে আজ, বুধবার ফের রাজ্য সফরে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা।

এবার নাড্ডার দু’দিনের বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ। আজ, প্রথমদিন তিনি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায়। তৃণমূল নেত্রীর বিধানসভা এলাকায় বিজেপির “গৃহসম্পর্ক অভিযান”-এ যোগ ডেভেন নাড্ডা।

এদিন বেলা ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন নাড্ডা। সেখান থেকে সড়ক পথে বিজেপির হেস্টিংস অফিসে পৌঁছাবেন। বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন নাড্ডা। পাশাপাশি, ভার্চুয়ালি আরও ৯টি জেলা অফিসের সূচনা করবেন বিজেপি সভাপতি। তারপর মুখ্যমন্ত্রীর ভবানীপুরের পাড়ার যাবেন তিনি। সেই কর্মসূচিতে বাড়ি বাড়ি ঘুরবেন বিজেপি সভাপতি। নিজের মুখে রাজ্য সরকারের অপশাসন এবং কেন্দ্রীয় সরকারের সাফল্য কথা শোনাবেন মুখ্যমন্ত্রীর এলাকাবাসীদের।

এরপর বিকেলে কালীঘাট মন্দিরে পুজো দেবেন নাড্ডা। সেখান থেকে হো চি মিন সরণীর এক প্রেক্ষাগৃহে যাবেন। কিছু বস্তিবাসীর সঙ্গে বৈঠক করবেন। প্রান্তিক শ্রেণীর এই মানুষদের সমস্যার কথা শুনবেন। শেষে দলের নির্বাচনী কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।

পরের দিন বৃহস্পতিবার তিনটি সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে বৈঠক করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বৈঠকের পর জেলার মৎস্যজীবীদের নিয়েও আলোচনায় বসতে চলেছেন তিনি। বিজেপি সূত্রের খবর, অন্তত ১০০ জন মৎস্যজীবী এই আলোচনায় যোগ দিতে পারেন।

আরও পড়ুন:নতুন প্রকল্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে রাজ্য

এছাড়া বারুইপুর পূর্ব, ডায়মন্ডহারবার এবং মথুরাপুর সাংগঠনিক জেলার মধ্যে যেসব কর্মী শাসক দলের হাতে আক্রান্ত হয়েছেন, তাঁদের একটা অংশের সঙ্গেও বৈঠক করবেন। আসন্ন ভোটে এই কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব।

তবে এবারের সভায় নাড্ডা ভবানীপুর ও ডায়মন্ড হারবারকে কেন বেছে নিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

spot_img

Related articles

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...

কেন্দ্রীয় পর্যবেক্ষক তালিকায় বদলের আবেদন: দুই আইপিএস-এর নাম সংশোধনের প্রস্তাব দিচ্ছে রাজ্য

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ সংক্রান্ত তালিকায় আরও একটি সংশোধনের প্রস্তাব পাঠাতে চলেছে রাজ্য। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় পর্যবেক্ষক...

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...