জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান

শুক্রবার আইএসএলে পঞ্চম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদ ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া এটিকে এমবি কোচ হাবাস।

শেষ ম‍্যাচে জামসেদপুর এফসির কাছে হারতে হয়েছিল বাগান শিবিরকে। টানা তিন ম‍্যাচ জয়ের পর প্রথম হারের মুখ দেখে এটিকে এমবি। বাগান ডিফেন্সকে কার্যত নাস্তানাবুদ করে দেয় ভাল্কিসরা। জামসেদপুরের গোল দুটি আসে সেট-পিস থেকে। এবার সেই ভুল সুধরে মাঠে নামতে মরিয়া এটিকে মোহনবাগান। ম‍্যাচের আগের দিন সেই ছবি ধরা পড়ল বাগান অনুশীলনে। সেট-পিস থেকে যাতে গোল হজম না করতে হয়, সেই দিকেই নজর দিচ্ছেন এটিকে এমবি কোচ হাবাস। একই কথা শোনা যায় বাগান ফুটবলার তিরির গলাতেও।

এদিকে চোট সারিয়ে দলে ফিরছেন ডেভিড উইলিয়ামস। তবে এখনও পুরোপুরি ফিট নন হাবি হার্নন্ডেজ। তাই হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকার সম্ভবনাই বেশি। এই মুহুর্তে তিন ম‍্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে হায়দরাবাদ। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে এমবি কোচ হাবাস। কারন হায়দরাবাদ এফসির খেলার স্টাইল অনেকটাই জামসেদপুর এফসির মতন। সেট-পিস থেকে অ‍্যাটাকে যায় তারা। যা চিন্তায় রাখছে বাগান কোচকে।

এদিকে জামসেদপুর ম‍্যাচে হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এডু গার্সিয়া। নিজামের দলের বিরুদ্ধে তিন পয়েন্টকে পাখির চোখ এডুর।

আরও পড়ুন :উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ ম‍্যাচে দুরন্ত জয় পিএসজির

Previous articleডায়মন্ড হারবারে ধুন্ধুমার: নাড্ডা-সহ বিজেপি নেতৃত্বের কনভয়ে হামলার অভিযোগ, নামলো RAF
Next articleআজ বিকেল ৪-৬ রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির