Wednesday, November 12, 2025

ডবল ইঞ্জিনে চলবে গাড়ি, শেষ হবে মমতার জঙ্গলরাজ: নাড্ডা

Date:

বাংলায় এসে ফের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির সর্বভাতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার, ডায়মন্ড হারবারে সভা করেন তিনি। ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা। তাঁদের উপস্থিতিতেই জেপি নাড্ডা বলেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে শেষ হবে তৃণমূল সরকারের প্রতিপত্তি। তিনি কটাক্ষ করে বলেন, “মমতার জঙ্গলরাজ শেষ হবে ২০২১-এ নির্বাচনের মাধ্যমে”।

বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে জেপি নাড্ডা বলেন, কেন্দ্রীয় সরকারের জনহিতকর কাজের সুবিধা রাজ্যবাসীকে নিতে দিচ্ছে না রাজ্য সরকার।

রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ডবল ইঞ্জিনে গাড়ি ছুটবে বলে আশা প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁর মতে, রাজ্যে বিজেপি সরকার এলে মোদির উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাবেন বাংলার মানুষ।

একইসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ তোলেন জেপি নাড্ডা। এদিন তাঁর যাত্রাপথে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। শিরাকোলে জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই প্রসঙ্গে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করেন তিনি।

তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়, এই হামলার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। তৃণমূলের পক্ষ থেকে শান্তিপূর্ণ মিছিল করা হয়েছিল ঠিকই। কিন্তু কনভয় হামলা চালানোর মতো ঘটনা ঘটেনি। ক্ষোভে, কারণে জনরোষের শিকার হয়েছেন তিনি।

তবে, এদিনের সংক্ষিপ্ত সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতির ভাষণে কোনো চমক ছিল না। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্য সরকারকে আক্রমণ করে যে ভাষায় কথা বলেন, তার থেকে আলাদা কিছু শোনা গেল না নাড্ডার ভাষণে। একই কথার চর্বিত-চর্বণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও।

আরও পড়ুন-আজ বিকেল ৪-৬ রাজ্যজুড়ে বিক্ষোভ বিজেপির

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version