Thursday, December 25, 2025

জুনিয়র মির্ধার মৃত্যুর ঘটনায় এক ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে জেরা CBI-এর

Date:

Share post:

প্রায় ৯ বছর আগে, ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের পূর্বতন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূকে সিজিও কমপ্লেক্সে ডেকে বুধবার CBI জেরা করেছে। জুনিয়রের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছাড়া হয়।

আরও পড়ুন : পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

কে জুনিয়র মৃধা? ব্রাজিলের ফুটবলার জুনিয়রে’র ভক্ত ছিলেন বরানগরের সমরেশ মৃধা। শখ করে তাই একমাত্র ছেলের নাম রেখেছিলেন জুনিয়র। পেশায় সফটওয়্যার ডেভলপার ছিলো জুনিয়র মৃধা।বরাহনগরের নিম্ন মধ্যবিত্ত বাড়ির জুনিয়র প্রেমে পড়েন মুনমুন-এর সঙ্গে। মুনমুনের আসল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। জুনিয়র জানতে পারেন মুনমুন আসলে বিবাহিত। ভাল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। মোহনবাগানের এক প্রাক্তন কর্তার পুত্রবধূ ছিল প্রিয়াঙ্কা। প্রেমের টানে সম্পর্ক এগোতে থাকে । ২০১১ সালের ১২ জুলাই রাত সাড়ে আটটার পর নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় জুনিয়র। তাড়াহুড়ো দেখিয়ে বাড়িতে জানিয়ে যায় সে, মুনমুন সঙ্গে দেখা করতে যাচ্ছে । ওইদিনই, ২০১১ সালের ১২ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে মৃত অবস্থায় পাওয়া যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধাকে। প্রথমে এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল। ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে পিছন থেকে গুলি করা হয়েছে। বুলেট উদ্ধার হয় শরীর থেকে।

বরাহনগর থানায় FIR হয় ১৩ জুলাই ২০১১। এরপর CID ঘটনার তদন্তে নামে ২০১৭ সালে। সল্টলেকের মুনমুনদের বাড়ির কাছের সিসিটিভি ফুটেজে দেখা যায় জুনিয়র মৃধা বাইক নিয়ে ঢুকছেন। কিন্তু কখন তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তার কোন ফুটেজ পায়নি পুলিশ ।
জানা যায়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সূত্র ধরে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল এক নামী ক্লাবের প্রাক্তন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূর সঙ্গে। ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয় জুনিয়রের। ঘটনার দিন তিনি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ফোন করেন। CID তদন্ত নিয়ে জুনিয়রের পরিবারের অসন্তোষ থাকায় তাঁরা CBI তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। ওই তদন্তেই ডাকা হয় ওই ফুটবল ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে।

spot_img

Related articles

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...