Thursday, January 15, 2026

জুনিয়র মির্ধার মৃত্যুর ঘটনায় এক ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে জেরা CBI-এর

Date:

Share post:

প্রায় ৯ বছর আগে, ২০১১ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় কলকাতার একটি নামী ফুটবল ক্লাবের পূর্বতন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূকে সিজিও কমপ্লেক্সে ডেকে বুধবার CBI জেরা করেছে। জুনিয়রের মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। ঘণ্টা তিনেক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছাড়া হয়।

আরও পড়ুন : পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

কে জুনিয়র মৃধা? ব্রাজিলের ফুটবলার জুনিয়রে’র ভক্ত ছিলেন বরানগরের সমরেশ মৃধা। শখ করে তাই একমাত্র ছেলের নাম রেখেছিলেন জুনিয়র। পেশায় সফটওয়্যার ডেভলপার ছিলো জুনিয়র মৃধা।বরাহনগরের নিম্ন মধ্যবিত্ত বাড়ির জুনিয়র প্রেমে পড়েন মুনমুন-এর সঙ্গে। মুনমুনের আসল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। জুনিয়র জানতে পারেন মুনমুন আসলে বিবাহিত। ভাল নাম প্রিয়াঙ্কা চৌধুরি। মোহনবাগানের এক প্রাক্তন কর্তার পুত্রবধূ ছিল প্রিয়াঙ্কা। প্রেমের টানে সম্পর্ক এগোতে থাকে । ২০১১ সালের ১২ জুলাই রাত সাড়ে আটটার পর নিজের বাইক নিয়ে বেরিয়ে যায় জুনিয়র। তাড়াহুড়ো দেখিয়ে বাড়িতে জানিয়ে যায় সে, মুনমুন সঙ্গে দেখা করতে যাচ্ছে । ওইদিনই, ২০১১ সালের ১২ জুলাই বেলঘরিয়া এক্সপ্রেসের ধারে মৃত অবস্থায় পাওয়া যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র মির্ধাকে। প্রথমে এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল। ময়নাতদন্তের পর জানা যায়, তাঁকে পিছন থেকে গুলি করা হয়েছে। বুলেট উদ্ধার হয় শরীর থেকে।

বরাহনগর থানায় FIR হয় ১৩ জুলাই ২০১১। এরপর CID ঘটনার তদন্তে নামে ২০১৭ সালে। সল্টলেকের মুনমুনদের বাড়ির কাছের সিসিটিভি ফুটেজে দেখা যায় জুনিয়র মৃধা বাইক নিয়ে ঢুকছেন। কিন্তু কখন তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তার কোন ফুটেজ পায়নি পুলিশ ।
জানা যায়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সূত্র ধরে তাঁর সঙ্গে পরিচয় হয়েছিল এক নামী ক্লাবের প্রাক্তন কর্মকর্তার প্রাক্তন পুত্রবধূর সঙ্গে। ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতাও তৈরি হয় জুনিয়রের। ঘটনার দিন তিনি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ফোন করেন। CID তদন্ত নিয়ে জুনিয়রের পরিবারের অসন্তোষ থাকায় তাঁরা CBI তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট CBI তদন্তের নির্দেশ দেয়। ওই তদন্তেই ডাকা হয় ওই ফুটবল ক্লাবকর্তার প্রাক্তন পুত্রবধূকে।

spot_img

Related articles

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...

সুখবর! বেতন বৃদ্ধি হচ্ছে এসএসকে-এমএসকে শিক্ষকদের, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের

নতুন বছরে সুখবর এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য। পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে। এই...