Sunday, August 24, 2025

জেপি নাড্ডার উদ্বোধনের পরদিনই অফিস নিয়ে অভিযোগ, মানতে নারাজ বিজেপি

Date:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবারই ভার্চুয়াল উদ্বোধন করেছেন দলের মালদহ জেলার নতুন অফিস। দলীয় সূত্রের দাবি, প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে তিনতলা ভবনটি তৈরি হয়েছে। কিন্তু চালু হওয়ার পরের দিনই ওই ভবনের অনেকটাই বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন খোদ ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা প্রাক্তন পুর চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ। পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের জন্য নোটিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নীহার ঘোষ জানান, তিনি পুর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল দাবি করেছেন, পুর বিধি মেনেই সব নির্মাণ হয়েছে। তাঁর কটাক্ষ, বিজেপির উত্থান রাজনৈতিক ভাবে রুখতে না পেরে নানা অপপ্রপচার করছে তৃণমূল।

ইংরেজবাজার পুর এলাকায় বিজেপির কার্যালয়ে তৈরির কাজ অনেক দিন আগেই শুরু হয়। এতদিন অবশ্য তা নিয়ে সরাসরি কোনও অভিযোগ পুরসভা তোলেনি। ঘটনাচক্রে, বিজেপির জেলা সভাপতিও এক সময়ে পুরসভার কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ফলে, পুর বিধি তাঁরও জানা রয়েছে। বিজেপির কয়েকজন নেতা জানান, নোটিস পেলে তাঁরাও আইনি পদক্ষেপ করবেন।

বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটে মালদা থেকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কাজকর্মের তদারকিও হতে পারে। সেই মতো কেন্দ্রীয় ও প্রদেশ স্তরের কয়েক নেতা যাতে ওই কার্যালয়ে থাকতে পারেন সেই মতো ঘর তৈরি করা হয়েছে। তিনতলায় রয়েছে মিটিং হল।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version