Wednesday, November 5, 2025

জেপি নাড্ডার উদ্বোধনের পরদিনই অফিস নিয়ে অভিযোগ, মানতে নারাজ বিজেপি

Date:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বুধবারই ভার্চুয়াল উদ্বোধন করেছেন দলের মালদহ জেলার নতুন অফিস। দলীয় সূত্রের দাবি, প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ করে তিনতলা ভবনটি তৈরি হয়েছে। কিন্তু চালু হওয়ার পরের দিনই ওই ভবনের অনেকটাই বেআইনিভাবে তৈরি হয়েছে বলে অভিযোগ করলেন খোদ ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা প্রাক্তন পুর চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ। পুরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের জন্য নোটিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নীহার ঘোষ জানান, তিনি পুর আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন : নাড্ডার সফরে পুলিশি নিষ্ক্রিয়তা, অমিত শাহকে চিঠি লিখে নালিশ দিলীপের

তবে বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল দাবি করেছেন, পুর বিধি মেনেই সব নির্মাণ হয়েছে। তাঁর কটাক্ষ, বিজেপির উত্থান রাজনৈতিক ভাবে রুখতে না পেরে নানা অপপ্রপচার করছে তৃণমূল।

ইংরেজবাজার পুর এলাকায় বিজেপির কার্যালয়ে তৈরির কাজ অনেক দিন আগেই শুরু হয়। এতদিন অবশ্য তা নিয়ে সরাসরি কোনও অভিযোগ পুরসভা তোলেনি। ঘটনাচক্রে, বিজেপির জেলা সভাপতিও এক সময়ে পুরসভার কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। ফলে, পুর বিধি তাঁরও জানা রয়েছে। বিজেপির কয়েকজন নেতা জানান, নোটিস পেলে তাঁরাও আইনি পদক্ষেপ করবেন।

বিজেপি সূত্রের খবর, আগামী বিধানসভা ভোটে মালদা থেকে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কাজকর্মের তদারকিও হতে পারে। সেই মতো কেন্দ্রীয় ও প্রদেশ স্তরের কয়েক নেতা যাতে ওই কার্যালয়ে থাকতে পারেন সেই মতো ঘর তৈরি করা হয়েছে। তিনতলায় রয়েছে মিটিং হল।

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version