নজিরবিহীন কুয়াশা কলকাতায়!
সকাল থেকেই কলকাতা ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। বৃহস্পতিবার দৃশ্যমানতা নেমেছে ২০০ মিটারে। কোথাও আবার ৫০-এর কাছাকাছি। কুয়াশা পরিষ্কার হয়ে আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রী। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রী স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮%।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকায় সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকছে শহর কলকাতা। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকবে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আগামীকাল দার্জিলিং কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। থাকবে মেঘলা আকাশ। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামার সম্ভাবনা।
ঘন কুয়াশা জেরে দৃশ্যমানতা কলকায় ২০০ মিটারে নেমে গিয়েছে। কোথাও ৫০ মিটার এর কাছাকাছি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার দাপট রয়েছে।
বেলা বাড়লে কুয়াশা কেটে গেলেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা এমনটাই থাকবে আরও এক সপ্তাহ।
আরও পড়ুন : চাকরি দেওয়ার নামে টাকা চাইলে এফআইআর করুন, বললেন মমতা