আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ও দ্রুত তদন্ত শেষ করতে পুলিশে সংস্কার চায় হাইকোর্ট। পুলিশের তদন্তকারী শাখা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শাখা পৃথক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতিদের মন্তব্য, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনও ভাবেই তদন্তে ভাটা পড়তে পারে না। এই নির্দেশের প্রতিলিপি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছেও পাঠাতে বলেছে আদালত।