Tuesday, August 12, 2025

সুদীপ্তর চিঠি নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ শুভেন্দু, কোর্টে কুণালও

Date:

Share post:

জেল থেকে লেখা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআইর দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই ডিরেক্টরকে লিখেছেন, এই চিঠির সময় নির্বাচন সন্দেহ জাগিয়ে তুলছে। এটি আদৌ সুদীপ্তর লেখা কিনা বা জেল থেকে কীভাবে লেখা হল, তা খতিয়ে দেখা দরকার। শুভেন্দু সিবিআইর জয়েন্ট ডিরেক্টরকেও চিঠি দিয়েছেন।

এদিকে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এই একই বিষয় কোর্টের পথির অন্তর্ভুক্ত করেছেন। সিবিআই ও রাজ্য সরকার, দুই মামলাতেই এই চিঠির কপি কেস রেকর্ডে ঢুকিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীর প্রশ্ন, এই চিঠি কি সত্যি সুদীপ্ত সেনের লেখা? যদি তাই হয়, তাহলে এটির বিষয়বস্তুর সত্যাসত্য খতিয়ে দেখা হোক। অয়ন বলেন, চিঠি অনুযায়ী সুদীপ্তবাবু এই প্রথম হিসাববহির্ভূত নগদের কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

উল্লেখ্য, জেল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একটি চিঠি সুদীপ্ত সেন লিখেছেন বলে খবর। তাতে পাঁচ নেতার নামে টাকা দেওয়ার কথা আছে। প্রেসিডেন্সি জেল থেকে সরকারি শীলমোহরে চিঠিটি কারা বিভাগে গিয়েছে।

শুভেন্দুর ঘনিষ্ঠমহল বলছে তিনি কোনো টাকা নেননি। মিথ্যা রটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তদন্ত দরকার।
অন্যদিকে চিঠিতে নাম না থাকলেও কুণাল ঘোষের আবেদন এই বিষয়টি তদন্তের স্বার্থে খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি কুণাল তদন্তকারীদেরও চিঠি দিয়েছেন।

ফলে চিঠি আসল না নকল, এ নিয়েই এখন নতুন তদন্তের দাবি উঠে এসেছে।

 

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...