Sunday, November 9, 2025

কাল অনশন করবেন কৃষকরা, প্রতীকী অনশনে সামিল হবেন দিল্লির মুখ্যমন্ত্রীও

Date:

Share post:

আন্দোলনের উত্তাপ বাড়ছে। আগামিকাল সোমবার পূর্বঘোষণা মত অনশনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন প্রতিবাদী কৃষকরা। কৃষি আইন (farm law) বাতিলের দাবিতে এই কর্মসূচি দেশের সব জেলায় পালন করার ডাক দিয়েছে আন্দোলনকারী ৪০ টি সংগঠন। কৃষকদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ঘোষণা করেছেন, কাল তিনিও একদিনের অনশন করবেন। কৃষকদের প্রতি সংহতি জানাতে কাল আম আদমি পার্টির (AAP) সব নেতা-কর্মীকে প্রতীকী অনশনে যোগ দেওয়ার ডাক দিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, জেদাজেদি না করে অবিলম্বে কৃষকদের সমস্ত দাবি মেনে নিক কেন্দ্রীয় সরকার। আইনে ন্যূনতম ফসলের দাম নিশ্চিত করুক। কেন্দ্রের আনা নতুন কৃষি আইন মজুতদার আর কর্পোরেট সংস্থার মুনাফাই নিশ্চিত করবে। অন্যদিকে প্রাণান্তকর অবস্থা হবে কৃষক ও সাধারণ মানুষের। দিল্লি সরকার ও আপ দল কৃষক বিদ্রোহের (farmers protest) পাশে আছে বলে জানান তিনি।

এদিকে যত দিন গড়াচ্ছে, তত তীব্র হচ্ছে আন্দোলনের অভিমুখ। রবিবার প্রতিবাদী কৃষকরা দীর্ঘ সময় অবরোধ করে রাখেন জয়পুর-দিল্লিগামী হাইওয়ে। টোলপ্লাজাগুলি কার্যত দখল করে টোল আদায় বন্ধ করে দিয়ে গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়। হরিয়ানা আর দিল্লি পুলিশের সঙ্গে দফায় দফায় বিরোধ বাধে আন্দোলনকারীদের।

কৃষক বিক্ষোভকে আরও শক্তি জোগাতে পাঞ্জাবের ফিরোজপুর, ফজিলকা, আবোহার, ফরিদকোট ও মোগা থেকে আরও কয়েক হাজার কৃষক দিল্লির বিভিন্ন সীমান্তে পৌঁছেছেন। নিজেদের ট্রাক্টরে ৬ মাসের খাদ্যসামগ্রী মজুত করে তারা বিক্ষোভে যোগ দিয়েছেন। এই নিয়ে ১৮ দিনে পড়ল কৃষক বিক্ষোভ। টানা কৃষক বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ দিল্লি প্রবেশের সব রাস্তা। কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ এনেছেন, কৃষক বিক্ষোভের পিছনে কোন দল রয়েছে, তা তদন্ত করে দেখুক মিডিয়া। কখনও খালিস্থানপন্থী কখনও মাওবাদীদের মদত থাকার কথা বলে কৃষক বিক্ষোভে রাজনৈতিক ও সন্ত্রাসবাদীদের যোগসাজশ থাকার দিকে ইঙ্গিত করছেন তাঁরা। স্বাভাবিকভাবেই এই অভিযোগ ঘিরে বিক্ষোভকারীদের মধ্যে কেন্দ্রের প্রতি অসন্তোষ আরও বেড়েছে। তাঁদের বিক্ষোভে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ও বাইরের মদত নেই বলে সরাসরি জানিয়েছেন কৃষকরা। তাঁরা বলেছেন, এই বিদ্রোহ কোন বিশেষ রাজনৈতিক দলের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে হচ্ছে না। এটা কৃষকদের নিজেদের অধিকার রক্ষার স্বার্থে স্বতঃস্ফূর্ত আন্দোলন।

রবিবার আঠেরো দিনে পড়েছে কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলন। দিল্লির রাজপথে লাগাতার ধরনা, বিক্ষোভের পাশাপাশি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন কৃষকরা। নতুন তিনটি কৃষি আইনের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (supreme court) মামলা করেছে ভারতীয় কিষান ইউনিয়ন (BKU)। আগামী বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের এজলাসে এই মামলাটি ওঠার কথা। একইসঙ্গে কেন্দ্রের উদ্দেশে কৃষকদের বার্তা, সংশোধন নয়, আইন পুরোপুরি বাতিল করতে হবে। নতুবা রাজপথে সংঘাত ও দিল্লি ঘেরাও অভিযান জারি থাকবে। কেন্দ্রের পক্ষ থেকে পাল্টা অনড় মনোভাব এখনও জারি রয়েছে। কেন্দ্র জানিয়েছে, পুরো আইন বাতিল করার প্রশ্নই নেই। তবে কৃষকদের আপত্তির বিষয়গুলি খতিয়ে দেখে কয়েকটি সংশোধনী আনতে রাজি সরকার। কৃষি আইন নিয়ে দুপক্ষের এই অনমনীয় অবস্থানে জটিলতা অব্যাহত। কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই আন্দোলন আরও তীব্র করার কথা বলে আগামিকাল দেশজুড়ে সমস্ত জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। দিল্লির প্রবল ঠাণ্ডায় কৃষকরা সীমান্ত এলাকাগুলিতে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত অসুস্থতা, দুর্ঘটনা ও প্রবল ঠাণ্ডায় ১৫ জন আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে বলে জানোয়েছে কৃষক সংগঠনগুলি। সরকার কর্পোরেট লবির স্বার্থরক্ষায় কৃষকদের প্রতি অসংবেদনশীল মনোভাব নিচ্ছে বলে দাবি করেছে তারা। কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সীমান্তের পাশাপাশি জয়পুর থেকে দিল্লিগামী রাস্তাও এবার অচল করে দেওয়া হবে। সরকারের কর্পোরেট-প্রীতির প্রতিবাদ জানাতে আদানি- আম্বানি শিল্পগোষ্ঠীর পণ্য ও পরিষেবা বয়কটের ডাক দিয়েছে বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি ( farmers organisations)।

আরও পড়ুন- কৃষি আইনের বিরোধিতায় পথে-প্রতিবাদে পীরজাদা আব্বাস সিদ্দিকি

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...