কৃষি আইনের বিরোধিতায় পথে-প্রতিবাদে পীরজাদা আব্বাস সিদ্দিকি

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি আইনের (agricultural law) বিরোধিতায় ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি (Peerzada Abbas Siddiqui)। পথে নেমে প্রতিবাদে সামিল হলেন তিনি। রবিবার বিকালে ফুরফুরার তালতলার হাট থেকে মিছিল বের হয়ে উজলপুকুর মোড় পর্যন্ত যায়। ভোটের জন্য কৃষি বিরোধী আইনের প্রতিবাদ না করে বিভিন্ন রাজনৈতিক দল যে দ্বিচারিতা করছে, তা ঠিক নয়।

আরও পড়ুন : রাজীব সমস্যা মেটার মুখে অরূপ রায়ের বৈঠক নিয়ে দলেই প্রশ্ন

আরও পড়ুন : অযথা জল ঘোলা করে লাভ নেই:রাজীব

“এরা এনআরসি (NRC) ও সিএএ (CCA) মতো নাটক করছে। যাঁরা কৃষক তাঁদের নিয়ে কৃষি আইন (agricultural law) তৈরি করতে হবে” কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি (Peerzada Abbas Siddiqui)।

Previous articleইংল‍্যান্ড সফর সূচি নিয়ে অসন্তোষ বাংলা, মুম্বইয়ের
Next articleকাল অনশন করবেন কৃষকরা, প্রতীকী অনশনে সামিল হবেন দিল্লির মুখ্যমন্ত্রীও