সাতপাকে বাঁধা পড়লেন কলকাতা নাইট রাইর্ডাসের( KKR) স্পিনার বরুণ চক্রবর্তী (varun chakravarthy )। দীর্ঘদিনের বান্ধবী নেহা খেড়েকরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

বিয়ের দিনই আজব কান্ড ঘটালেন বরুণ। স্ত্রীকে নিয়ে ক্রিকেট খেলতে শুরু করে দিলেন তিনি। সেই ছবি আবার নিজের স্যোশাল মেডিয়ায় পোস্ট ও করেন বরুণ। সেই ছবিতে দেখা যায় স্ত্রী নেহার হাতে ব্যাট তুলে দিয়েছেন কেকেআর ক্রিকেটার। যা রীতিমতো ভাইরাল স্যোশাল মিডিয়ায়।
চলতি আইপিএল(IPL) এ কেকেআরের হয়ে দুরন্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী । যার সুবাদে চলতি ভারত- অস্ট্রেলিয়া সিরিজে ডাকও পান তিনি। কিন্তু কাঁধের চোটের কারনে দেশে ফিরে আসতে হয় বরুণকে।

আরও পড়ুন:ঋষভের ঝড়ো ইনিংসে মাথায় হাত ঋদ্ধির
