আগামী ৪ থেকে ৬ মাস ভয়ঙ্কর রূপ নেবে করোনা: বিল গেটস

আগামী চার থেকে ছয় মাস ভয়ংকরভাবে অতিমারি (Pandemic) ছড়াবে করোনা ভাইরাস(Corona virus)। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন মাইক্রোসফটের (Microsoft) সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill gates)।

বিল গেটস জানিয়েছেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আগামী চার থেকে ছয় মাস অতিমারির সবচেয়ে খারাপ সময় আসতে চলেছে। আইএইচএমএ (Ihma) পূর্বাভাস দিয়েছে অতিরিক্ত ২ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে আগামী কয়েক মাসে। যদি আমরা করোনা বিধি ঠিকঠাক না মেনে চলি, মাস্ক (Musk)না পড়ি ও অবাধ মেলামেশা (Social distance) বন্ধ না করি তাহলে ওই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। সুতরাং সাবধানতাই সবথেকে ভালো প্রতিরোধ।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-এর সংস্থা কোভিড-১৯ এর টিকা প্রস্তুতিকরণ প্রকল্পের শামিল । তাই তাঁর সতর্কবার্তা যে ফেলে দেওয়ার নয় তা নিয়ে কোনো সন্দেহ নেই।

Previous articleহায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে মিডফিল্ড নিয়ে চিন্তিত লাল-হলুদ কোচ ফাউলার
Next articleঅধীরের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ নীলরতনের, অন্য সমীকরণের ইঙ্গিত বহরমপুরে