জল্পনা জিইয়ে রেখে আজও বিধানসভায় এলেন না শুভেন্দু

আজ, সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী ( Shuvendu Adhikari)। এদিন দুপুরের দিকে এমনই খবর রটে যায়। আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে চাউর হতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। কিন্তু দিনের শেষে এই খবর জল্পনার পর্যায়েই থেকে যায়। তিনি বিধানসভায় আসেননি।

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা হয়েছেন প্রাক্তন পরিবহনমন্ত্রী, এমটাই সূত্র মারফৎ জানা যাচ্ছিল। তাই সংবাদ মাধ্যমের ভিড় ছিল বিধানসভার সামনে। কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দুকে দেখা যায়নি।

সূত্রে আরও জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। কুশল বিনিময় করেছেন। যদিও শুভেন্দু শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

আরও পড়ুন:অধীরের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ নীলরতনের, অন্য সমীকরণের ইঙ্গিত বহরমপুরে

আগামী কদিনের মধ্যেই তিনি বিজেপিতে ( BJP) যোগ দিতে পারেন। অমিত শাহের ( Amit Shah) কলকাতা সফরের আগেই শুভেন্দু দলবদলপর্ব সারবেন। তবে এ নিয়ে শুভেন্দুর মুখ থেকে একটি কথাও শোনা যায়নি।

Previous articleপ্রতিষ্ঠান খুলতেই মাত্রাছাড়া করোনা সংক্রমণ, বন্ধ হয়ে গেল আইআইটি
Next articleমেলেনি অষ্টম পাশের সার্টিফিকেট, মাথায় হাত কর্মপ্রার্থীদের