Wednesday, January 14, 2026

ছবি স্পষ্ট হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বুলেটপ্রুফ গাড়ি ও কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু

Date:

Share post:

রাজনৈতিক ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে৷ জল্পনার পালা বোধহয় শেষ, এবার আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা ৷

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক( Union Home Ministry) সোমবার, এখনও তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikary) জন্য বুলেটপ্রুফ গাড়ি এবং কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করেছে। তবে এই খবরের সত্যতা শুভেন্দু- ঘনিষ্ঠ সূত্রে স্বীকার করা হয়নি৷ বরং বলা হয়েছে, এমন কিছু জানা নেই। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, শুভেন্দুর নিরাপত্তা বরাদ্দ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। রাজ্যে তেমন নির্দেশও চলে এসেছে৷ তবে কবে থেকে তা চালু হবে, তা এখনও ঠিক হয়নি। সেটি নির্ভর করছে নিরাপত্তাপ্রাপক সংশ্লিষ্ট ব্যক্তির উপর৷ সূত্র জানাচ্ছে, রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিক ভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা চালু হয়ে হবে।
নির্ভরযোগ্য সূত্রের খবর, শুভেন্দু অধিকারী না’কি মঙ্গলবারই রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিতে পারেন। এমন ঘটলে মঙ্গলবার থেকেই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হবে। জানা গিয়েছে, শুভেন্দুকে ‘ওয়াই প্লাস’ অথবা ‘জেড প্লাস’ ক্যাটিগরির নিরাপত্তা দেওয়ার সম্ভাবনাও রয়েছে৷

এই সংবাদ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কেন্দ্রের এই সিদ্ধান্তের স্পষ্ট হচ্ছে, শুভেন্দু কোন দলে যোগ দিতে চলেছেন। এখন দেখার, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা গ্রহণ করেন, না, বর্জন করেন।

আরও পড়ুন-গডসেকে দেশভক্ত বলা বিজেপি নেত্রী প্রজ্ঞা এবার মমতাকে বললেন শূদ্র ও পাগল!

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...