Friday, November 14, 2025

এত উন্নয়নের পরেও উত্তরবঙ্গে কেন আমাদের ভোট নেই? অপরাধ কী : মমতা

Date:

“এত উন্নয়ন তা সত্ত্বেও লোকসভায় কেন কোনও আসন পেলাম না? কী অপরাধ করেছি?” উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে স্থানীয় ভোটারদের প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Benarjee)। তিনি বলেন, দার্জিলিংয়ের(Darjeeling) সমস্যার সমাধান করতে পারবে একমাত্র তৃণমূল।

এবার আর জগাই-মাধাই-গদাই নয়, বিজেপি, কংগ্রেস, সিপিআইএমকে এদিন অং-বং-সং বলে আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

লোকসভার নির্বাচনে তৃণমূলের হারের ইতিহাস মুছে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফলের আশা করেন মমতা তিনি অভিযোগ করেন, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম একসঙ্গে কাজ করছে। রামকৃষ্ণ কথামৃত লেখা ছিল অং-বং-সং। এই তিনটি দলও তাই। এরা সকালে উঠে আমাকে গালি দিতে শুরু করে। ২০১৪ সালের ভোটে বলেছিল জিতলে ৭টি চা বাগান খুলে দেবে। কিন্তু খোলেনি। ২০১৯ লোকসভাতে উত্তরবঙ্গ থেকে একটাও আসনও পাইনি তৃণমূল।

মমতা বলেন, “সব কাজ করে দেওয়া হয়েছে। একটা লোক ৮ বছরে আর কতটা করতে পারে! করোনার জন্যে একবছর নষ্ট। যা বাকি, সবাই দুয়ারে সরকারে কাছে যান। পেয়ে যাবেন”। প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না বিজেপি। চা বাগান খুলবে বলেও খোলেনি। বিজেপি চাকরির ফর্ম বিলি করছে। কেন্দ্রে ২ কোটি চাকরির কথা বলেছিল বিজেপি। দুই লক্ষও দেয়নি। আর এখন ফর্ম বিলি করছে।

এই প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি গোর্খাল্যান্ডের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করেছে। এতোদিনে পাহাড়ের মানুষ তাদের বুঝে গিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিইনি বলে ভোট পায়নি। তবে দার্জিলিং সমস্যার সমাধান করতে পারে একমাত্র তৃণমূলই।

এরপর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বলেন, জলপাইগুড়ি জেলায় উত্তরকন্যা, সার্কিট বেঞ্চ আছে। বেঙ্গল সাফারিটাও জলপাইগুড়িতে তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে( Alipurdiwar( নতুন বিশ্ববিদ্যালয়ে করে দেওয়া হচ্ছে।’ জলপাইগুড়িতে (Jalpaiguri) সভার থেকে হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশে যান তিনি। পরের দিন কোচবিহারে(Coochbehar)সভা করবেন মমতা। বৃহস্পতিবার কলকাতা ফিরবেন তিনি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version