Wednesday, November 26, 2025

পরশু দিল্লি যাচ্ছেন শুভেন্দু, যোগ দেবেন বিজেপিতেই

Date:

Share post:

হলদিয়া স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত(Satish Samanta) জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে নাম না করে তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তাঁর সেই অরাজনৈতিক মঞ্চের ভাষণের পরেই খবর, বৃহস্পতিবার দিল্লি(Delhi) যাচ্ছেন শুভেন্দু। সেখানেই সব জল্পনার অবসান হতে পারে বলে খবর। অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু; ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

মঙ্গলবার, হলদিয়ার (Haldia) হেলিপ্যাড ময়দানে স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক তথা হলদিয়া বন্দরের রূপকার সতীশচন্দ্র সামন্ত 121 তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে নাম না করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। তিনি বলেন গণতন্ত্র হওয়া উচিত, “‘অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল’। কিন্তু এখন হচ্ছে ‘অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি'”। যদিও এক্ষেত্রে তৃণমূলের (Tmc) নাম একবারও নেননি তিনি।

আরও পড়ুন – নাম না করে তৃণমূলকে ভোটে হারানোর হুঙ্কার শুভেন্দুর

এরপরই বহিরাগত ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। সতীশচন্দ্র সামন্ত উদাহরণ তুলে ধরেন। বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে (Jawaharlal Nehru) কোনওদিন বহিরাগত বলে মনে করেননি সতীশচন্দ্র সামন্ত। এইখানেই স্পষ্ট ইঙ্গিত কী বলতে চাইছেন তিনি। গত কয়েকদিন ধরেই শাসকদলের বহিরাগত মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে নাম না করলেও যে কোন দিকে বোঝা যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

শুধু তাই নয়, নন্দীগ্রাম আন্দোলনে প্রথমে কোন রাজনৈতিক দল ছিল না বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

এই পরিস্থিতিতে আবার সোমবারই শুভেন্দুর জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ হয়েছে। কারণ, মন্ত্রিত্ব ছাড়ার আগেই রাজ্যের নিরাপত্তা ছাড়েন তিনি। এরপর তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপালকে চিঠি লেখেন দাদার অনুগামীরা। তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্যে বুলেট প্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করে কেন্দ্র।

এর মধ্যেই খবর, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কথা হবে অমিত শাহ সঙ্গে। দেখা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। সেখানেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। আবার অসমর্থিত সূত্রের খবর, রাজ্যে ফিরে এসে পূর্ব মেদিনীপুরের সভা করে বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে, শনিবার, যৌথ মঞ্চে অমিত শাহ সঙ্গেই উপস্থিত থাকার কথা শুভেন্দুর।

spot_img

Related articles

কৃষি-হস্তশিল্পে নয়া দিগন্ত! উত্তরবঙ্গে গড়ে উঠছে রফতানি হাব 

বৈদেশিক বাণিজ্যে উৎসাহ বাড়াতে রাজ্য সরকার শীঘ্রই চারটি রফতানি হাব গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গে তৈরি...

“বিশ্বকাপ দেখেই পদ ছাড়বেন”, কল্যাণকে কড়া আক্রমণ বাইচুংয়ের

কল্যাণ চৌবেকে কড়া আক্রমণ করলেন বাইচুং ভুটিয়া(Bhaichung Bhutia )। কল্যাণের আমলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল। ক্রম তালিকায়...

পরিবারকে দেখা করতে বাধা, ফের জেলের মধ্যে ইমরানের মৃত্যুর গুজব

ফের জেলের মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও পিটিআই (PTI) নেতা ইমরান খানের (Imran Khan) মৃত্যুর গুজব। বুধবার, বিকেল...

এসআইআরের চাপ, হৃদরোগে আক্রান্ত বিএলও

এসআইআরের অস্বাভাবিক চাপে দিকে দিকে যেমন আত্মহননের পথ বেছে নিচ্ছেন বিএলওরা, ঠিক তেমনই চাপ সহ্য করতে না পেরে...