ফের রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার

ফের রাজ্যপাল(governor)জগদীপ ধনকড়ের(jagdeep dhankar) নিশানায় রাজ্য সরকার । বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যপাল বলেন, রাজ্যে কোনও আইনের শাসন নেই। রাজ্যে নৈরাজ্য চলছে। সব কিছু জেনেও চুপ করে সবাই বসে আছে।
এমনকি তার অভিযোগ, পুলিশ(police) রাজনীতি করছে। পুলিশ কাজ করছে রাজনৈতিক ভাবে।রাজ্যপাল দাবি করেছেন, সংবিধানের(constitution) কাছে সকলেই দায়বদ্ধ। তিনি নিজে সংবিধান কখনও লঙ্ঘন করেন না বলে দাবি করেছেন।
এদিন মুখ্যমন্ত্রীকেও নিশানা করেন তিনি । বলেন, সংবিধান মানছেন না মুখ্যমন্ত্রী(ChiefMinister)। তিনি অভিযোগ করেন, তাকে না জানিয়েই একাধিক কাজ করছে রাজ্য সরকার(state government)। এমনকি তার পাঠানো রিপোর্টকে ভুল বলে দাবি করে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন তিনি।
বরং তার সাফাই, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। আমি কখনও সংবিধান লঙ্ঘন করিনা। সংবিধান রক্ষা করা আমার দায়িত্ব।
এদিন তিনি অভিযোগ করেছেন , অসৎ উপায়ে অর্থ উপার্জন চলছে। রাজ্যে নৈরাজ্য চলছে বলে সরাসরি অভিযোগ করেছেন তিনি। রাজ্যে কোনও আইনের শাসন নেই, এমন মন্তব্যও শোনা গিয়েছে এদিন তার বক্তব্যে । যদিও শাসকদলের পক্ষ থেকে তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করা হয়নি।

Previous articleকৃষি আইন বাতিলের দাবিতে বাম কৃষক সংগঠনগুলির মিছিলে অবরুদ্ধ কলকাতা
Next articleসীমান্তে স্বাস্থ্য শিবির করল বিএসএফ