বাংলার রাজ্যপালের মন্তব্যে উষ্মা সিপিএম নেত্রীর

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (governor Jagdeep Dhankar) সরাসরি এক্তিয়ার বহির্ভূত কাজকর্ম করছেন বলে এবার সরব হলেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত (Brinda Karat)। সম্প্রতি রাজ্যপাল বলেছিলেন, ২০২১ সালে বাংলার নির্বাচন শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও অবাধ করার সব ব্যবস্থা করা হবে। এই মন্তব্যের সমালোচনা করে বৃন্দা বলেন, রাজ্যপাল কি ভারতের নির্বাচন কমিশনার নাকি? উনি কেন প্রকাশ্যে এসব বলছেন? এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। সিপিএম নেত্রী বলেন, বিজেপি যেভাবে রাজ্যপাল নিয়োগ করছে তাতে তাঁরা সব কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবে কাজ করছেন। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত।

আরও পড়ুন- শুধু শুভেন্দু কেন, আমি চলে গেলেও মমতার দলের ক্ষতি হবে না: সুব্রত

Previous articleএকুশের ময়দানে ফের পাহাড় ইস্যু! ‘স্থায়ী সমাধান’ চেয়ে শাহর দফতরে রাজু বিস্তা
Next article৭০ বিধায়ক, ১২ সাংসদ, ৪ জেলা সভাপতি তৃণমূল ছাড়ছেন, দাবি ‘অনুগামী’ কনিষ্ক’র