Friday, November 14, 2025

ভারত বাংলাদেশের হাইভোল্টেজ বৈঠকে মোদি কার্যত তুরুপের তাস হিসাবে রাখলেন তাঁর বাংলা কার্ড! বেশ ভূষা থেকে বক্তব্যে বাঙালিয়ানায় মোদি দিতে চাইলেন বড় বার্তা।
মুক্তিযুদ্ধের বিজয় দিবসের পরদিনই আজ বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা ভার্চুয়াল মিটে বসে দ্বিপাক্ষিক একাধিক প্রকল্পের সূচনা করেন। মোদি বলেন, ভারতের ‘নেইবার ফার্স্ট’ নীতির অন্যতম স্তম্ভ বাংলাদেশ। পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হাসিনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি । ‘৭১ এ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে ভারত কীভাবে বাংলাদেশকে সমর্থন করে, সেই প্রসঙ্গও এই বার্তায় উল্লেখ করেন।
চিনের আগ্রাসনের প্রেক্ষাপটে এদিন ভারত বাংলাদেশের পুরোন দিনের কথা স্মরণ করান মোদি। ‘বঙ্গবন্ধু-বাপু’ প্রদর্শনী উদ্বোধন করে মোদি বলেন, মহাত্মা ও বঙ্গবন্ধুই যুব সমাজকে অগ্রগতির পথে নিয়ে যাবে। এদিন বঙ্গবন্ধুর সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করেন মোদি ।
১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর হলদিবাড়ি-চিলাহাটি রেল যোগাযোগ বন্ধ ছিল। এদিন নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা এই রুটটির ফের উদ্বোধন করেন। এছাড়াও বস্ত্র, কৃষি, হাইড্রোকার্বন সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়াতে ৭ টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই বৈঠকে দু’দেশে প্রবহমান অভিন্ন নদীগুলোর জল বন্টনের বিষয়টি প্রাধান্য পায়। ঢাকা দু’দেশের মধ্যে বয়ে চলা প্রধান সাতটি নদী মনু, মুহুরি, গোমতি, ধরলা, দুধকুমার, ফেনী ও তিস্তার জল বন্টনের ইস্যুটিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রস্তাব দেয়।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version