Wednesday, December 24, 2025

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি কল্যাণের

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন নিয়ে ফের সরগরম হতে পারে ময়দান। চলতি ডিসেম্বরেই উত্তীর্ণ হতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটির (Executive Committee) মেয়াদ।

বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Suprime Court) আবেদন জানিয়েছে AIFF কর্তারা। আর বর্তমান কমিটির মেয়াদ যাতে বাড়ানো না হয়, তার পাল্টা আবেদন নিয়ে এবং অবিলম্বে নির্বাচনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা বিজেপি (BJP) নেতা কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে AIFF-এর শেষ নির্বাচন হয়েছিল। প্রফুল প্যাটেল (Praful Patel) তখন নির্বাচিত হয়ে ফের সভাপতির হয়েছিলেন। সেই সময় স্পোর্টস কোড না মেনে নির্বাচনের বিধি ভঙ্গ হয়েছে বলে দাবি করে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেন রাহুল মেহরা (Rahul Mehera)। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসে ফেডারেশন। এরপরেই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি (SY Kureshi) এবং প্রাক্তন জাতীয় অধিনায়ক ভাস্কর গাঙ্গুলিকে (Bhaskar Ganguly) ওম্বুডসম্যান হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই ঝুলে রয়েছে ফেডারেশনের নির্বাচন। সুপ্রিম কোর্ট নিযুক্ত এই দুই সদস্য যতদিন না রিপোর্ট জমা দেবেন ততদিন পর্যন্ত ফেডারেশনের নির্বাচন হবার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন : এফসি গোয়াকে ১-০ গোলে হারালো এটিকে মোহনবাগান

এবার তাই নির্বাচনের দাবি নিয়ে পথে নামলেন কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের স্বার্থে এই নির্বাচন প্রক্রিয়ায় দেশের প্রাক্তন ফুটবলারদের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন কল্যাণ চৌবে।

এদিকে, ফেডারেশনের সংবিধান আর স্পোর্টস কোড অনুযায়ী, ২০২০ সালের ২১ ডিসেম্বরের পর আর সভাপতি থাকতে পারবেন না প্রফুল প্যাটেল। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি (Priyaranjan Dasmunshi) অসুস্থ হওয়ার পর থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন প্রফুল প্যাটেল। সংবিধান অনুযায়ী তিনটে টার্মের বেশি সভাপতি পদে থাকতে পারবেন না তিনি।

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...