Saturday, December 13, 2025

হাতের তালুতে এম (M) আছে? তাহলে জেনে নিন ভবিষ্যৎ

Date:

Share post:

কথায় বলে আপনার ভবিষ্যৎ (Future) আপনার হাতের মুঠোয়। কোনও ব্যক্তির হাতের রেখা (Palm astrology)দেখে বলে দেওয়া যায় তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ। সবারই হাতের তালুতে প্রচুর রেখা থাকে যা সাধারণত বোধগম্য হয় না । কিন্তু খুব কাছ থেকে খতিয়ে দেখলে দেখা যাবে বিশেষ একটি বর্ণের ছবি সেখানে অবস্থান করছে। জ্যোতিষীরা এটা খুব ভালো বুঝতে পারেন। যদি কারোর হাতের তালুতে অন্য অসংখ্য রেখার মধ্যেও এম (M) বর্ণটি থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র(Astrology) অনুযায়ী সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হন।

পুরুষদের (For men)হাতে এইরকম এম(M) চিহ্ন থাকে তাহলে,

১) তিনি প্রতিশ্রুত মান এবং অনুভূতিপ্রবণ হন।
২) জীবনে অনেক সাফল্য, খ্যাতি ও সম্মান অর্জন করেন।
৩) এই ব্যক্তিরা কখনোই কারো সঙ্গে প্রতারণা করে না। তাই এদের চোখ বন্ধ করে ভরসা করা যায়।
৪) এই ব্যাক্তিরা ধনী এবং প্রভাবশালী হিসেবে সমাজে জায়গা করে নিতে পারেন।
৫) যে কোনো কাজেই এরা সফল হবেন।
৬) জীবনসঙ্গীর সঙ্গে এঁদের খুব ভাল সম্পর্ক থাকে । যে কোনো পরিস্থিতিতে এরা জীবনসঙ্গীর পাশে দাঁড়াতে পারেন।

মহিলার (For women)হাতে এম চিহ্ন থাকে। তাহলে,?
১) তিনি অত্যন্ত ভাগ্যবতী এবং পুরুষদের থেকে বেশি ক্ষমতাশালী হয়ে থাকেন।
২)এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী ও চালাক হন।
৩) প্রেমিক এবং প্রেমিকার হাতে যদি এই একই রেখা থাকে তাহলে তাঁরা ভবিষ্যতে সার্থক দম্পতি হিসেবে সম্মানীয় হয়ে থাকেন।
৪) সন্তান পালনের ক্ষেত্রে এই মহিলারা বেশ অনেকটাই এগিয়ে থাকেন।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই আসানসোল পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র

নারী-পুরুষ নির্বিশেষে কেমন হয় এরা :
১) মে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারেন, অসুবিধে হয় না ।
২)এরা বেশ রহস্যজনক।
৩)সব কিছুতেই এরা পারদর্শী হয়ে ওঠেন।
৪) বিবাহিত জীবন খুব সুখের হয়।
৫)এদের প্রচুর অর্থ প্রাপ্তি হয়

যদি আপনার হাতে এরকম চিহ্ন থেকে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি অত্যন্ত সৌভাগ্যবান।

spot_img

Related articles

আওয়ামি লীগ জমানার শেষে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন: অসুস্থ মাকে দেখতে বড়দিনে ফিরছেন

চলতি মাসেই বাংলাদেশে ফিরছেন খালেদা-পুত্র তারেক রহমান। বড়দিনে ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরার ঘোষণা করা হল বিএনপি-র (BNP)...

মেসি জ্বরে কাঁপছে মহানগর: যুবভারতীতে এক জার্সিতে আর্জেন্টিনার সঙ্গে ইস্ট-মোহন

জয়িতা মৌলিক ফুটবলের রাজপুত্র এসেছেন ভারতের ফুটবল মক্কায়। মেসি জ্বরে কাঁপছে কলকাতা। শুক্রবার, এখানেই বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলবেন লিওনেল মেসি।...

শহরে পৌঁছলেন কিং খান: যোগ দেবেন ‘গোট কনসার্ট’-এ

মধ্যরাতে শহরে পৌঁছেছেন লিওনেল মেসি (Lionel Messi)। রাত জেগেছে তিলোত্তমা কলকাতা। ভোর থেকে উপচে পড়া ভিড় যুবভারতী ক্রীড়াঙ্গন...

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...