Monday, November 3, 2025

‘কটাক্ষ’ শুনতে নারাজ, ঋণ শোধ শুরু করলেন শীলভদ্র দত্ত

Date:

Share post:

২০১৯ সালের জানুয়ারি মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত৷ সে সময় বিপুল টাকা খরচ করে লিভার প্রতিস্থাপন হয় বিধায়কের। খরচ হয় বিপুল, তা সামাল দিতে তখন ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার কাছ থেকে তিনি মোট ১২ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। এবার সেই ঋণই শোধ করতে শুরু করলেন শীলভদ্র।

প্রথমেই তিনি ফিরিয়ে দিয়েছেন বারাকপুরের পুর প্রশাসক উত্তম দাসের কাছ থেকে নেওয়া ২ লক্ষ টাকা। জানা গিয়েছে, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককেও টাকা ফেরানোর চেষ্টা করছেন বিধায়ক। তবে পার্থ তা ফেরত নিতে অস্বীকার করেছেন।

শীলভদ্র বলেছেন, “আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। একজন বিধায়ক হিসেবে আমি সরকারি টাকা পেয়েছি।দলগতভাবে আমাকে কেউ সাহায্য করেছে বলে আমার মনে হয় না। যাঁরা ব্যক্তিগতভাবে টাকা দিয়েছেন, আমি তাঁদের টাকা নিশ্চিতভাবে ফিরিয়ে দেব।” তিনি আরও বলেছেন, “বারাকপুরের পুর প্রশাসক উত্তম দাস আমাকে ২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আমি প্রথমে সেই টাকা তাঁকে দিয়েছি। আগে আমি ২ লক্ষ টাকার চেক পাঠিয়েছিলাম। তিনি চেকে টাকা নিতে অস্বীকার করে নগদ চেয়েছেন। আমি পরে নগদ টাকাই পাঠিয়ে দিয়েছি। আমি পার্থ ভৌমিককে ফোন করেছিলাম। তিনি বলেছেন টাকা নেবেন না।” জানা গিয়েছে, শীলভদ্র দত্তর ‘পাওনাদার’- এর তালিকায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, নারায়ণ গোস্বামীও।

আরও পড়ুন:ভোররাতে কেষ্টপুরে তৃণমূলের পার্টি অফিস পুড়ে ছাই, অভিযোগের আঙুল বিজেপির দিকে

দলের প্রতি এতদিন ক্ষোভ উগরে দিয়েছেন শীলভদ্র। সদ্য তৃণমূলত্যাগী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। আক্রমণ করেন প্রশান্ত কিশোরকে। ‘‌দমবন্ধ হয়ে আসছে’‌ বলে ফেসবুকে লিখেও ছিলেন শীলভদ্র। এখন শোনা যাচ্ছে, তিনি শুভেন্দুর সঙ্গেই শনিবার বিজেপিতে যোগ দিচ্ছেন৷ এরপরই তৃণমূলের একাংশ তাঁকে আক্রমণ করে বলা শুরু কযে, যে দলের নেতারা চিকিৎসার টাকা দিয়েছিলেন, সেই দলই ছেড়ে দিতে চলেছেন তিনি। তাই ভবিষ্যতে যাতে কেউ তাঁকে এভাবে কটাক্ষ করতে না পারেন তাই ধারের টাকা শোধ করতে শুরু করেছেন বলে ঘনিষ্ঠ মহলে শীলভদ্র দত্ত জানিয়েছেন৷

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...