হলদিয়ার বিক্ষুব্ধ বিধায়ক তাপসী মণ্ডলকে বহিষ্কার করল সিপিএম

‘সিপিএমে (cpm) থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই দল ছাড়তে চাই ।’ শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন হলদিয়ার (Haldia) সিপিএম বিধায়ক তাপসী মন্ডল (Tapasi mondol)। তাপসী মন্ডলের এই অভিযোগের পরেই সিপিএম দল থেকে তাঁকে বহিষ্কার করে। বিশ্বস্ত সূত্রে খবর সম্ভবত আগামিকালই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন।

আরও পড়ুন : ‘দলত্যাগী’রা ৩১ মে’র পর আবার তৃণমূলে ফেরার জন্য লাইন দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়

তাপসীদেবী এদিন বলেন, সম্পাদক নিজের স্বার্থে দলকে ব্যবহার করছেন। তাই এখানে থেকে আর কাজ করা সম্ভব হচ্ছে না। যদিও তাপসী মন্ডলের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। মানুষের কাছে এভাবে বিশ্বাসযোগ্যতা থাকে না। হয়তো ভয় বা প্রলোভনে তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। অন্যদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার তাপসী মন্ডলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Previous articleবঙ্গে ২০০ আসনের লক্ষ্য নিয়ে রণনীতি সাজালো পদ্ম, ৮ মন্ত্রীকে বাড়তি দায়িত্ব
Next articleমোদির অফিস সাড়ে সাত কোটিতে বিক্রির বিজ্ঞাপন OLX-এ!