Thursday, August 21, 2025

৭০ বিধায়ক, ১২ সাংসদ, ৪ জেলা সভাপতি তৃণমূল ছাড়ছেন, দাবি ‘অনুগামী’ কনিষ্ক’র

Date:

Share post:

জল্পনা এবং দাবি বেড়েই চলেছে৷

বৃহস্পতিবার সকালে যে সংখ্যাটা ছিলো ২৫-৩০, সন্ধ্যায় তা দাঁড়িয়েছে ৬৫-৭০ বিধায়ক৷ শুক্রবার হয়তো ১০০ ছাড়িয়ে যাবে৷

তৃণমূলের জনাকয়েক বিধায়ক একুশের ভোটের মাসকয়েক আগে হঠাৎই নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেছেন৷ বেসুরো কথা বলছেন৷ ‘বিদ্রোহের’ ইঙ্গিত দিচ্ছেন৷ কিন্তু শুভেন্দু-শিবির অতি উৎসাহে বাগী- বিধায়কদের সংখ্যা যেখানে নিয়ে যাচ্ছে, তা মিথ্যা হলে শুভেন্দু অধিকারীর ভাবমূর্তিই যে ধাক্কা খাবে, সম্ভবত আবেগে তা আর মাথায় থাকছেনা৷

শুভেন্দু-অনুগামী হওয়ায় আগেই দল থেকে বহিষ্কৃত হওয়া ‘দাদার অনুগামী’ কনিষ্ক পণ্ডা’র চাঞ্চল্যকর দাবি, “দার্জিলিং থেকে দিঘা, শুভেন্দুর পিছনে লাইন দিয়ে অপেক্ষা করছেন তৃণমূলের অগুনতি সাংসদ- বিধায়ক”৷ তিনি দাবি করেছেন, “শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যেতে চলেছেন ৭০ থেকে ৭২ জন বিধায়ক, ১০ থেকে ১২ জন সাংসদ এবং ৪ থেকে ৫ জন তৃণমূল জেলা সভাপতি”৷ দাদার এই ‘অনুগামীর’ দাবি, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই তৃণমূলের বিধায়কদের হাজিরা প্রমান করবে ওই দলের মহাপতন শুরু হয়ে গিয়েছে৷ ”

শুভেন্দুর দল ছাড়ার পরই তৃণমূল শিবিরে বাড়তি তৎপরতা লক্ষ করা গিয়েছে৷ দলের অনেকেই প্রকাশ্যে তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন, শুভেন্দুর দল ছাড়া মেনে নিতে পারছেন না। কিন্তু এর অর্থ এমন নয় যে, এরা সকলেই দলত্যাগ করবেন৷ রাজনৈতিক মহলের ধারনা, “শুভেন্দু- শিবির বিজেপির কাছে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করতে এমন অলীক সংখ্যা ভাসিয়ে দিচ্ছে, যা বাস্তবে কখনই সম্ভব নয়৷

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন- একুশের ময়দানে ফের পাহাড় ইস্যু! ‘স্থায়ী সমাধান’ চেয়ে শাহর দফতরে রাজু বিস্তা

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...