Sunday, December 21, 2025

৭০ বিধায়ক, ১২ সাংসদ, ৪ জেলা সভাপতি তৃণমূল ছাড়ছেন, দাবি ‘অনুগামী’ কনিষ্ক’র

Date:

Share post:

জল্পনা এবং দাবি বেড়েই চলেছে৷

বৃহস্পতিবার সকালে যে সংখ্যাটা ছিলো ২৫-৩০, সন্ধ্যায় তা দাঁড়িয়েছে ৬৫-৭০ বিধায়ক৷ শুক্রবার হয়তো ১০০ ছাড়িয়ে যাবে৷

তৃণমূলের জনাকয়েক বিধায়ক একুশের ভোটের মাসকয়েক আগে হঠাৎই নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেছেন৷ বেসুরো কথা বলছেন৷ ‘বিদ্রোহের’ ইঙ্গিত দিচ্ছেন৷ কিন্তু শুভেন্দু-শিবির অতি উৎসাহে বাগী- বিধায়কদের সংখ্যা যেখানে নিয়ে যাচ্ছে, তা মিথ্যা হলে শুভেন্দু অধিকারীর ভাবমূর্তিই যে ধাক্কা খাবে, সম্ভবত আবেগে তা আর মাথায় থাকছেনা৷

শুভেন্দু-অনুগামী হওয়ায় আগেই দল থেকে বহিষ্কৃত হওয়া ‘দাদার অনুগামী’ কনিষ্ক পণ্ডা’র চাঞ্চল্যকর দাবি, “দার্জিলিং থেকে দিঘা, শুভেন্দুর পিছনে লাইন দিয়ে অপেক্ষা করছেন তৃণমূলের অগুনতি সাংসদ- বিধায়ক”৷ তিনি দাবি করেছেন, “শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যেতে চলেছেন ৭০ থেকে ৭২ জন বিধায়ক, ১০ থেকে ১২ জন সাংসদ এবং ৪ থেকে ৫ জন তৃণমূল জেলা সভাপতি”৷ দাদার এই ‘অনুগামীর’ দাবি, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই তৃণমূলের বিধায়কদের হাজিরা প্রমান করবে ওই দলের মহাপতন শুরু হয়ে গিয়েছে৷ ”

শুভেন্দুর দল ছাড়ার পরই তৃণমূল শিবিরে বাড়তি তৎপরতা লক্ষ করা গিয়েছে৷ দলের অনেকেই প্রকাশ্যে তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন, শুভেন্দুর দল ছাড়া মেনে নিতে পারছেন না। কিন্তু এর অর্থ এমন নয় যে, এরা সকলেই দলত্যাগ করবেন৷ রাজনৈতিক মহলের ধারনা, “শুভেন্দু- শিবির বিজেপির কাছে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করতে এমন অলীক সংখ্যা ভাসিয়ে দিচ্ছে, যা বাস্তবে কখনই সম্ভব নয়৷

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন- একুশের ময়দানে ফের পাহাড় ইস্যু! ‘স্থায়ী সমাধান’ চেয়ে শাহর দফতরে রাজু বিস্তা

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...