উত্তাপ বাড়ল হাইভোল্টেজ জনসভার, চপারে মেদিনীপুর পৌঁছলেন শাহ

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট হয়ে মেদিনীপুরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। অমিত শাহের এই গোটা যাত্রাপথ কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। আর কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে শুরু হবে অমিত শাহের মেগা জনসভা।

স্বামীজির বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা এদিন সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছিল। এয়াপোর্টে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar)-সহ বিজেপির বেশ কিছু শীর্ষ নেতৃত্ব। যদিও সকলকে এয়ারপোর্টে ঢুকতে দেওয়া হয়নি। কারা সেখানে আছেন তার একটি তালিকা পুলিশের তরফে দেওয়া হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন-দলে কারা আজ যোগ দেবেন, তা এখনও জানেন না বঙ্গ-বিজেপি নেতারাও