সবটাই এখনও জল্পনার স্তরে৷ সাধারণ মানুষ যেটুকু জানেন, বঙ্গ- বিজেপির নেতারাও ঠিক ততটুকুই জানেন৷

বহুচর্চিত অমিত শাহের বঙ্গ সফরে রাজনৈতিক মহলের নজর দলত্যাগীদের নাম আর সংখ্যার দিকে। সূত্রের খবর, শনিবার সকালেও বঙ্গ-বিজেপি নেতারা সঠিক জানেন না, কারা আজ দলে যোগ দিচ্ছেন৷ শোনা যাচ্ছে, সবটাই নাকি শুভেন্দু অধিকারীর নিয়ন্ত্রণে ৷

বঙ্গে ‘ফ্রেশ’ কোনও মুখের সন্ধান এখনও পায়নি বঙ্গ-বিজেপি৷ তাই বেশ কিছু ‘দলবদলু’-নেতার হাতেই আজ শনিবার মেদিনীপুরে গেরুয়া পতাকা তুলে দেওয়া হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah) উপস্থিতিতে ৷ এবারের শাহি-সফরে এটাই প্রধানতম কর্মসূচি৷ রাজনৈতিক মহলের বক্তব্য, একুশের বিধানসভা ভোটের (Assembly Election 2021, WB) আগে ‘সেকেণ্ডহ্যাণ্ড’ সরঞ্জাম দিয়েই ঘর ‘মজবুত’ করছে বিজেপি (BJP)৷ যদিও দলত্যাগের ঠেলায় চরম অস্বস্তিতে তৃণমূল (TMC)৷ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অবশ্যই আজকের ‘যোগদান- মেলা’-র সেরা পসরা৷

আরও পড়ুন-অমিত শাহের সভায় ভাষণ দেবেন ৪ জন, শুভেন্দু দ্বিতীয় বক্তা
