Friday, November 14, 2025

বাবরির চেয়েও বড় অযোধ্যার নয়া মসজিদ, থাকছে হাসপাতাল, প্রকাশ্যে ব্লু প্রিন্ট

Date:

অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দিরের(Ram Mandir) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জোর কদমে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি। এবার আদালতের নির্দেশ মতো ৫ একর জমিতে শুরু হল মসজিদ নির্মাণের প্রস্তুতি। অযোধ্যার(Ayodhya) সোহাভাল তহসিলের ধাননিপুর গ্রামে পাঁচ একর জমিতে তৈরি হবে এই মসজিদ। সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (IICF) ট্রাস্ট এই মসজিদ নির্মাণের দায়িত্বে রয়েছে। এদিন প্রকাশ্যে এলো নয়া এই মসজিদের নকশা।

জানা গেছে, আগামী বছরের শুরুতেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মসজিদ চত্বরে থাকছে একটি হাসপাতালও(Hospital)। দ্বিতীয় দফায় এই হাসপাতাল আরো বাড়ানো হবে। জানা গিয়েছে পুরোপুরি পাশ্চাত্য আদলে তৈরি করা হচ্ছে এই মসজিদ(Mosque)। যদিও মসজিদের নাম এখনো ঠিক করা হয়নি তবে কোনও প্রাচীন সম্রাট বা রাজার নামে এর নামকরণ করা হবে। সংশ্লিষ্ট ট্রাস্ট পৃথিবীর বেশ কয়েকটি মসজিদের নকশা দেখার পর আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এই মসজিদের নকশায় স্বীকৃতি দেয়।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে বাগান জুড়ে রয়েছে বিশাল কাচের একটি গম্বুজ আকৃতির মসজিদ। এর পিছনে রয়েছে হাসপাতাল। মাল্টি স্পেশ্যালিটি এই হাসপাতালের পাশাপাশি রয়েছে কমিউনিটি কিচেন এবং লাইব্রেরী। এই মসজিদের প্রধান স্থপতি অধ্যাপক এস এম আখতার বলেন, এই মসজিদের কাঠামো হবে গোলাকার। একসঙ্গে ২ হাজার জন নামাজ পড়তে পারবে এখানে। শুধু তাই নয়, নতুন এই মসজিদ বাবরি মসজিদের চেয়েও বড় হবে। মসজিদটির সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হবে হাসপাতালটি।

আরও পড়ুন:বাংলায় এসে ৭ টি সাজানো মিথ্যে বলেছেন শাহ, ব্যাখ্যা দিলেন ডেরেক

আরও জানা গিয়েছে, মসজিদ চত্বরে থাকা হাসপাতালটি ৩০০ শয্যা বিশিষ্ট। মিশনারীদের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিত্সা করা হবে এখানে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সৌরশক্তি ও প্রাকৃতিক তাপ সংরক্ষণের ব্যবস্থা রাখা হচ্ছে নির্মাণে। আসন্ন জানুয়ারি মাসেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version