Sunday, December 14, 2025

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ নেপালের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর সরকার ফলস্বরুপ জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি(KP Sharma oli)। সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই। দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক বৈঠকের শেষে রবিবার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছিলেন নেপালের প্রধানমন্ত্রী(Nepal Prime minister)। সেখানেই তিনি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সুতরাং এই সরকার ভেঙে দেওয়া হোক।

করোনাভাইরাস(Coronavirus), দেশের অর্থনীতি(Economy) সহ আরও একাধিক ইস্যুতে নেপাল রাজনীতিতে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সরকারের ব্যর্থতার একের পর এক উদাহরণ তুলে ধরে ক্রমাগত চাপ বাড়িয়ে চলছিল বিরোধীরা। এর পাশাপাশি সংবিধান পরিষদীয় আইন-এর অধ্যাদেশের বিষয়টি নিয়ে নেপাল রাজনীতিতে রীতিমতো সংঘাত শুরু হয়। নিজের দলের অন্দরেও ওলি বিরোধী ক্ষোভ জমতে শুরু করে। সবকিছু মিলিয়ে নেপালে রাজনৈতিক অসন্তোষ চরমে ওঠে। যার জেরে শেষমেশ সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

এ প্রসঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির(Communist Party) কেন্দ্রীয় সদস্য বিষ্ণু রিজাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন যার জেরে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন।’ পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির অন্য আরেক নেতা মাধব নেপালকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক। ফলস্বরূপ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’

spot_img

Related articles

মুম্বইয়ে মেসি মায়াজাল, সুনীল-সচিনদের সঙ্গে নিয়ে দর্শকদের হৃদয় জিতলেন রাজপুত্র

মুম্বইতে মেসি মায়াজাল। রবিবার সকালেই মুম্বইতে আসেন ফুটবলের রাজপুত্র। হায়দরাবাদের পর মুম্বই, রবিবার সন্ধ্যায় মেসি(Messi) ম্যাজিকে সাক্ষী থাকলো...

‘উৎকর্ষ সম্মান’: টলিউডের নেপথ্যের কারিগরদের স্বীকৃতি ফেডারেশনের

চলচ্চিত্র ও টেলিভিশন জগতের নেপথ্যের কারিগরদের সম্মান জানাতে ফেডারেশনের তরফে অনুষ্ঠিত হল ‘উৎকর্ষ সম্মান’। সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swaroop...

সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন, নাড্ডার মেয়াদ বাড়িয়ে উত্তরাধিকার বাছল বিজেপি

বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ জে পি নাড্ডার (J P Nadda) মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত। সর্বভারতীয় কার্যকরী সভাপতি নিয়োগ করল...

কলকাতায় ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’, শিল্প ও বিনিয়োগে জোর রাজ্যের

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’...