Wednesday, November 12, 2025

অমিত শাহের (Amit Sah) হাত ধরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরই অনুগামী তৃণমূল (TMC) কর্মীদের একাংশ। শুভেন্দুর ফ্লেক্স, পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। কোথাও আবার শুভেন্দুর ছবিতে জুতোর মালা। অন্যদিকে শুভেন্দু বিজেপিতে যোগদানের পরই এদিন হলদিয়ার শিল্পাঞ্চল এলাকায় দাদার অনুগামী লেখা ও এলাকাজুড়ে থাকা সমস্ত পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় হলদিয়ার টাউনশিপ, মঞ্জুশ্রী, দুর্গাচক-সহ বিভিন্ন এলাকায়।

শুভেন্দুর প্রতি সবচেয়ে বেশি উগরে দিচ্ছে তাঁরই বিধানসভা এলাকা নন্দীগ্রামের ( Nandigram) তৃণমূল কর্মী-সমর্থকরা। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রামের ১নং ব্লকের হাজারা কাটায় প্রাক্তন মন্ত্রীর পোস্টারে জুতোর মালা পরিয়ে সেই ভিডিও ভাইরাল করে তৃণমূল কর্মীরা।

শুভেন্দুর পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান দশরথ তিরকেও। তাঁর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি কর্মীরা। দশরথ তিরকে বিজেপিতে যোগদানের পরই বিজেপি কর্মীরা প্রতিবাদে পথে নেমে মিছিল করে এবং তাঁর কুশপুতুলও দাহ করা হয়। আলিপুরদুয়ারের বারোবিশাতেও প্রাক্তন সাংসদের ছবিতে জুতোর মালা পরিয় মিছিল করা হয়।

বিজেপিতে যোগাদানকারী কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। কালনায় তাঁর ছবিতে কালি মাখিয়ে কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল কর্মীরা। ফ্লেক্সে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর ছবির উপর লেখা “টেট শ্রী”।

আরও পড়ুন : রাজ্যের দেওয়া উপাচার্য তালিকার প্রথম দুই নাম কেটে তৃতীয়তে সম্মতি ধনকড়ের

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version