Saturday, August 23, 2025

উত্তর ২৪ পরগনার অশোকনগরে রাজ্যের প্রথম তৈল উৎপাদন প্রকল্পকে জাতির উদ্দেশ্যে সমর্পন করলেন দেশের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‌ বঙ্গ নির্বাচনের প্রারম্ভে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ধর্মেন্দ্র প্রধান জানান, এই প্রকল্পের কাজে অগ্রাধিকার পাবেন স্থানীয় মানুষরা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাড়বে কর্মসংস্থান। শুধু তাই নয় প্রকল্পের জেরে এলাকার আর্থসামাজিক ছবিটা সম্পূর্ণরূপে পাল্টে যেতে চলেছে বলেও দাবি করেছেন তিনি। যদিও প্রকল্পের এলাকায় জমি হারাদের চাকরি ও ক্ষতিপূরণের প্রস্তাব এলাকাবাসী মন্ত্রীকে জানাতে চাইলেও তাদের পাশে ঘেঁষতে দেওয়া হয়নি।

অশোকনগর প্রকল্প থেকে তেল তোলা বাণিজ্যিক ভাবে বিক্রি আগেই শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। এরপর এদিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এখনো পর্যন্ত অশোকনগরে ৩৩৮১ কোটি টাকা বিনিয়োগ করেছে ওএনজিসি। আগামী দুবছরে তেল ও গ্যাস উত্তোলনের জন্য কূপ খননে আরও ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু হবে গ্যাসের। যার জেরে এলাকার অর্থনৈতিক অবস্থা আমূল বদলে যেতে চলেছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যে, পূর্বাভাস হাওয়া অফিসের

এদিকে ওএনজিসি সংস্থার দাবি, আগে কোনও তেল প্রকল্পে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরুর জন্য তেল উত্তোলনের পরিমাণ, বাণিজ্যিক ভাবে তা কতটা লাভজনক হবে, ইত্যাদি হিসেব কষার দীর্ঘ প্রক্রিয়া ছিল। কিন্তু এখন উৎপাদন শুরু হতেই সেই তেল বিক্রির সুবিধা অশোকগরে পেয়েছে ওএনজিসি। সংস্থার সিএমডি শশী শঙ্করের দাবি, এই মর্মে নীতি সম্প্রতি অনুমোদন করেছে কেন্দ্র। তা প্রথম কার্যকর করা হয়েছে অশোকনগরেই। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানান আত্মনির্ভর ভারতের শপথ মাথায় রেখে তেল আমদানি কমাতে চান তারা। যার জন্যই অশোকনগরকে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের ছাড়পত্র দেওয়া হয়েছে।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version