Wednesday, August 20, 2025

বুধবার থেকে শুরু হচ্ছে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কলকাতা মেট্রোর পরীক্ষামূলক সফর। নোয়াপাড়া স্টেশনের পরেই আরও এক জোড়া নতুন স্টেশন। বরাহনগর এবং দক্ষিণেশ্বর। দীর্ঘ ১০ বছর অপেক্ষার অবসান। বুধবার বেলা ১০.৩০ মিনিটে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা হবে প্রথম রেকটি। সব ঠিক থাকলে এপ্রিলে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মূলত চলতি বছরের কালীপুজোতেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। লকডাউনের মধ্যে পরিকাঠামো তৈরির কাজ দ্রুত এগোলেও বিদেশ থেকে সিগন্যালিংয়ের যন্ত্রাংশ না আশায় আটকে ছিল বেশ কিছু কাজ। মেট্রোর সিগন্যালিংয়ের কাজ করছে বেসরকারি সংস্থা সিমেনস। লকডাউন শিথিল হয়ে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতেই সেই যন্ত্রাংশ আমদানি করেছে তারা। সেই যন্ত্রাংশ বসানোর কাজও শেষ। বাকি প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে যেতেই এ বার হচ্ছে ট্রায়াল রান।

আরও পড়ুন-TET: ১৬,৫০০ শূন্যপদে ইন্টারভিউ বিজ্ঞপ্তি বুধবার, ৩১ জানুয়ারি তৃতীয় টেট: মুখ্যমন্ত্রী

মেট্রো কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে, বুধবার থেকে শুরু হবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নর্থ –সাউথ মেট্রোর পরীক্ষামূলক ট্রেন চলাচল। তবে এই ট্রেনে থাকবেন না কোনও যাত্রী। মেট্রোর অত্যাধুনিক MR-412 রেককে বাছাই করা হয়েছে পরীক্ষামূলক দৌড়ের জন্য।

বরাহনগর মেট্রো স্টেশন

কলকাতা মেট্রোর সব চেয়ে উঁচু স্টেশন হল বরাহনগর মেট্রো স্টেশন। উচ্চতা প্রায় ৫৫ ফুট। স্টেশনের রং গেরুয়া। ঢুকতেই ডান হাতে টিকিট কাউন্টার। এই স্টেশনের টিকিট কাউন্টারগুলি আর পাঁচটার মতো নয়। খানিকটা আলাদা। তিনতলায় প্ল্যাটফর্ম। স্টেশনের পিছন দিকেও টিকিট কাউন্টার রয়েছে। ভবিষ্যতে বেলঘরিয়া এক্সেপ্রেসওয়ে দিকের এন্ট্রি গেট চালু করা হলে তা খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিজেপিতে যোগ দিযেছেন দলের নেতা, অফিসের দখল নিল তৃণমূল

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন

দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে স্টেশনের দু’পাশের চারটে চূড়া। স্টেশনে ঢুকতেই রামকৃষ্ণ, সারদা আর স্বামী বিবেকানন্দের তিনটি বিশালাকার ফাইবারের মূর্তি। দোতলায় টিকিট কাউন্টার। তিনতলায় প্ল্যাটফর্ম।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুধবারের এই মহড়া কলকাতা মেট্রোর অভ্যন্তরীণ ইনস্পেকশন। এর পর কমিশনার অব রেলওয়ে সেফটি এই অংশে ইনস্পেকশন চালাবেন।

আরও পড়ুন-শুভেন্দুর দলবদলকে কেন ঘরে ফেরা বললেন দিলীপ? চাঞ্চল্য

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের ভাড়া হবে ৩০ টাকা। বুধবার থেকে মহড়া শুরু হলেও এই লাইনে পরিষেবা কবে চালু হবে মেট্রোর তরফে তা এখনও জানানো হয়নি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ১.১৪ কিলোমিটার পথে রয়েছে ২টি স্টেশন। ডানলপ মোড়ের কাছে তৈরি হয়েছে বরাহনগর স্টেশন ও দক্ষিণেশ্বর রেল স্টেশনের গায়ে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version