১১ সদস্যের প্রশাসক বোর্ড দায়িত্ব গ্রহণ করল বালুরঘাট পুরসভার

দীর্ঘ দুই বছর দুমাস পর বালুরঘাট পুরসভায়(Balurghat municipality) এবার সরকার মনোনীত ১১ জনের প্রশাসক বোর্ড দায়িত্বভার গ্রহণ করল। ২০১৮ সালে পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রথমে বালুরঘাটের মহকুমা শাসক দায়িত্বভার গ্রহণ করেন। পরে অর্পিতা ঘোষ ও শংকর চক্রবর্তীকে সেই বোর্ডের সদস্য করা হয়। সুপ্রিম কোর্টের(Supreme court) নির্দেশ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ পৌরবোর্ড গুলি নিয়ে সরকারের সিদ্ধান্ত নতুন বোর্ড অফ মেম্বারস(Board of members) দিয়ে প্রশাসন চালানো।

আরও পড়ুন:আহমেদ প্যাটেলের মৃত্যুর পর তাঁর রাজ্যসভা আসনে জিততে চলেছে বিজেপি

মাসখানেক আগে রাজ্য সরকার বালুরঘাট শহরের ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে প্রশাসক বোর্ড তৈরি হয়। এই বোর্ডে অরাজনৈতিক ব্যক্তির সংখ্যাই বেশি। বুধবার দুপুরে মনোনীত বোর্ডের ১১ জন সদস্য উপস্থিত থেকে দায়িত্বভার বুঝ নেন মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি কাছ থেকে। নতুন মেম্বারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী বোর্ডের শংকর চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের কোনও নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। গঙ্গারামপুরের সদ্য নিযুক্ত চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও তার দাদা বিপ্লব মিত্র কিছুদিন আগেই যারা বিজেপি থেকে আবার তৃণমূলে এসেছেন তিনি উপস্থিত ছিলেন। টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভা অফিসের বাইরে।

Previous articleখানাকুলের খাল ধারে উদ্ধার তৃণমূল সমর্থকের দেহ
Next articleমান বাঁচাতে আজ ‘হোম গ্রাউণ্ড’-এ নামছেন বিজেপির শুভেন্দু অধিকারী