একনজরে দেখুন তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম জনসভায় যা বললেন সুজাতা মণ্ডল খাঁ..

- শুভেন্দু নাকি বঞ্চনার শিকার। অথচ সব সুযোগ সুবিধা ভোগ করেছেন। আমি কোনও সুযোগ সুবিধা ভোগ না করে তৃণমূলে এসেছি।
- বাংলা মায়ের জন্য লড়াই শুধু মমতাই করতে পারে। মমতার পাশে থাকুন।
- বাঙালি বাঙালির যন্ত্রনা বোঝে, কোনও বহিরাগত বোঝে না।
- বিজেপিতে গিয়ে কী সম্মান পাচ্ছে অধিকারীবাবু? সিংহাসনের পাশে প্লাস্টিকের চেয়ার বসার জায়গা পেলেন।
- মুকুল, কৈলাশ, অর্জুন, রাজনাথরা ছেলেরা পরিবার তন্ত্রের উদাহরণ।
- যে বিজেপি মুখে বলে মুসলিম মহিলাদের সম্মান দিলাম। তিন তালাক রোধ করলাম। সেই দলের নেতা সাংবাদিক বৈঠক করে ডিভোর্স ঘোষণা করে। আমাকে সীতার মতো অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে।
- বিজেপির 6 জন মুখ্যমন্ত্রী। 13 জন উপ মুখ্যমন্ত্রী।
- তৃণমূল থেকে যত পচা আলু বেরোয় ততই মঙ্গল।
- শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, 294 আসনে যেখানে ইচ্ছা দাঁড়িয়ে দেখান, এই সুজাতা আপনাকে জামানত জব্দ করে দেব। সাহস থাকলে জানান, কোথায় দাঁড়াবেন?
আরও পড়ুন:বড়দিনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর: তাজপুরে ১৫০০০ কোটির বিনিয়োগ

- মমতার বিরুদ্ধে মুখ খুঁজে পাচ্ছে না বিজেপি। আপনাদের মুখ কে? মুখ খুঁজতে খুঁজতে ভোট না চলে যায়!
- আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য শেষ রক্তবিন্দু দেবো। আমি একা নই। আপনারা সকলে আছেন।
- কেন তৃনমূলে এলাম? আসলে ধান্দাবাজ, চোররা কোন সাবানের জাদুতে সাধু হচ্ছে বিজেপিতে বুঝতে পারছি না। ওরা বিজেপি নয়, নকল তৃণমূল। তাহলে তৃণমূলের আসল A টিম করবো, নকল B টিম করবো কেন?
- ২০২১ বিজেপি, তুমি ফুস।