Wednesday, August 20, 2025

অধিকারী পরিবার ছিল বলেই পূর্ব মেদিনীপুরে জিততে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরে যোগ দিয়ে কাঁথির প্রথম সভায় দাবি করলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনি বলেন, শিশির অধিকারী ( Sisir Adhikari) ছিলেন বলেই গত লোকসভা নির্বাচনে ওই কেন্দ্র থেকে বিজেপি (Bjp) প্রার্থী জিততে পারেননি। আর তার এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে প্রশ্ন উঠছে কী ইঙ্গিত করতে চাইছেন শুভেন্দু? ওই কাঁথিতেই বুধবার, সৌগত রায় (Sougata Roy), ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে তৃণমূলের অধিকারী পরিবারের কেউ সভায় উপস্থিত ছিলেন না দিব্যেন্দু অধিকারী। জানিয়েছেন তিনি আমন্ত্রণ পাননি। আর শিশির অধিকারী নিজের অসুস্থতার কথা জানান।

আরও পড়ুন- শীতের আমেজে আনন্দে মেতে উঠুন সন্তোষ মিত্র স্কোয়ারের পাখি উৎসবে

এদিকে শুভেন্দু অধিকারী বলছেন, অধিকারী পরিবারই পূর্ব মেদিনীপুরে শেষ কথা। তাদের জন্য তৃণমূল জিতেছে। তাহলে এবার সেই পরিবার থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে কোন হিসেবে মেদিনীপুরের জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দু? তাহলে কি অনতিদূরে পরিবারের আরও সদস্যদের নাম লেখাবেন গেরুয়া পরিবারের। এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

এদিনের সভায় আরও একটা অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। তাঁর মতে, জেলার নেতারা জায়গা পাননি, অথচ দক্ষিণ কলকাতার মুষ্টিমেয় তৃণমূল নেতাদেরকেই মন্ত্রিত্ব এবং পদ দেওয়া হয়েছিল। কী বলতে চাইছেন শুভেন্দু? এখানে কি গ্রাম শহর ভাগ করতে চাইছেন তিনি? সেটাই যদি হয় তাহলে তাঁর পরিবারের অনেকেই রয়েছেন তৃণমূলে। সেক্ষেত্রে সেখানেও কি কোন পরিবর্তন আসতে চলেছে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- শুভেন্দুকে তুলোধনা সুজাতার, গর্জন-হাততালিতে ফেটে পড়লো পূর্বস্থলীর তৃণমূলের জনসভা

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version