Sunday, May 4, 2025

সংগঠন মজবুত করতে ফের উত্তরবঙ্গ সফরে অভিষেক-পিকে

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সফর সেরে ফিরে আসার পর এবার যাচ্ছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)৷

দলের সংগঠন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে নতুন বছরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

দলীয় সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জানুয়ারি অভিষেক এবং পিকে শিলিগুড়ি যাচ্ছেন। ওখানেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দলীয় নেতাদের ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক-পিকে৷ পাশাপাশি চা বাগান এলাকা নিয়েও বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রশান্ত কিশোর৷ প্রসঙ্গত, মাসকয়েক আগে এই দু’জনই শিলিগুড়িতে দলীয় বৈঠক করেছিলেন।

শুভেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্থানীয় নেতাদের তৃণমূল ছাড়ার খবর মিলেছে৷ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন যুব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন দশরথ তিরকে, মিহির গোস্বামীরা৷ এই আবহে উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ নজর দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার উত্তরে যাচ্ছেন অভিষেক-পিকে।
তৃণমূল সূত্রের খবর, জানুয়ারির প্রথমেই শুভেন্দু অধিকারী জঙ্গলমহল, দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন। তার পরে তিনি উত্তরবঙ্গে যাবেন৷ উত্তরেগুলিতে
শুভেন্দু-অনুগামীরা দল ছাড়তে পারেন৷ তাঁদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রাখছেন। জেলা সফরে গিয়ে প্রতি জেলায় আলাদা আলাদাভাবে যোগদান কর্মসূচি হবে বলে খবর। সেই পরিস্থিতি ঠেকিয়ে দলকে সুসংহত রাখতেই অভিষেক- পিকে’র উত্তরবঙ্গ সফর বলে দলীয়সূত্রে জানা গিয়েছে৷ একইসঙ্গে জানা গিয়েছে, কিছু জায়গায় দায়িত্ব পরিবর্তনও তাঁরা করতে পারেন।

spot_img
spot_img

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...