সংগঠন মজবুত করতে ফের উত্তরবঙ্গ সফরে অভিষেক-পিকে

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সফর সেরে ফিরে আসার পর এবার যাচ্ছেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)৷

দলের সংগঠন এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে নতুন বছরের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

দলীয় সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ জানুয়ারি অভিষেক এবং পিকে শিলিগুড়ি যাচ্ছেন। ওখানেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দলীয় নেতাদের ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন অভিষেক-পিকে৷ পাশাপাশি চা বাগান এলাকা নিয়েও বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পাহাড়ে বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গেও আলাদাভাবে বৈঠক করতে পারেন প্রশান্ত কিশোর৷ প্রসঙ্গত, মাসকয়েক আগে এই দু’জনই শিলিগুড়িতে দলীয় বৈঠক করেছিলেন।

শুভেন্দু অধিকারী সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্থানীয় নেতাদের তৃণমূল ছাড়ার খবর মিলেছে৷ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিন যুব নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দল ছেড়েছেন দশরথ তিরকে, মিহির গোস্বামীরা৷ এই আবহে উত্তরবঙ্গের সংগঠনে বিশেষ নজর দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার উত্তরে যাচ্ছেন অভিষেক-পিকে।
তৃণমূল সূত্রের খবর, জানুয়ারির প্রথমেই শুভেন্দু অধিকারী জঙ্গলমহল, দক্ষিণবঙ্গে জেলা সফর করবেন। তার পরে তিনি উত্তরবঙ্গে যাবেন৷ উত্তরেগুলিতে
শুভেন্দু-অনুগামীরা দল ছাড়তে পারেন৷ তাঁদের সঙ্গে শুভেন্দু যোগাযোগ রাখছেন। জেলা সফরে গিয়ে প্রতি জেলায় আলাদা আলাদাভাবে যোগদান কর্মসূচি হবে বলে খবর। সেই পরিস্থিতি ঠেকিয়ে দলকে সুসংহত রাখতেই অভিষেক- পিকে’র উত্তরবঙ্গ সফর বলে দলীয়সূত্রে জানা গিয়েছে৷ একইসঙ্গে জানা গিয়েছে, কিছু জায়গায় দায়িত্ব পরিবর্তনও তাঁরা করতে পারেন।

Previous articleএবার তৃণমূলের চমক ‘দুয়ারে তারকা’
Next articleহাসপাতালে ভর্তি রজনীকান্ত