Friday, November 14, 2025

কীসের ভিত্তিতে বললেন বিজেপি দুই অঙ্ক পেরবে না? ব্যাখ্যা পিকের

Date:

এরআগে যখন ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন তিনি, তখন তাঁকে নিয়ে খুব একটা চর্চা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশান্ত কিশোর (Prassnt Kishor) রাজ্য রাজনীতির যথেষ্ট আলোচিত নাম। এই পরিস্থিতিতে সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন পিকে (PK)। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কীসের ভিত্তিতে তিনি মনে করছেন বিজেপি (BJP) পশ্চিমবঙ্গের (West Bengal) আসন পেরবে না? এর উত্তরে পিকে বলেন, বাংলায় বিজেপি শক্তিশালী দল এ বিষয়ে কোনও সন্দেহ নেই। এমনকী তৃণমূলের শক্তিশালী বিরোধী একমাত্র গেরুয়া শিবির। কিন্তু গত এক বছর নিজের ভাবমূর্তি যেখানে নিয়ে গিয়েছে, সেখানে রাজ্যের সব মানুষের কাছেই তৃণমূলের গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু বিজেপি এখনো সেটা করে উঠতে পারেনি।

এর পাশাপাশি প্রশান্ত কিশোর জানান, তৃণমূল (TMC) রাজ্যে একশোভাগ আসনের জন্য লড়ছে। কিন্তু বিজেপির 70%। সে ক্ষেত্রে বিজেপির পিছিয়ে পড়ার সম্ভাবনা বেশি। তিরিশ শতাংশ বলতে প্রশান্ত কিশোর সংখ্যালঘু ভোটকেই বুঝিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের।

রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি যথেষ্ট সফল। এর ফলে শাসকদলের জনভিত্তি মজবুত হয়েছে বলেও জানান প্রশান্ত কিশোর।

সর্বোপরি তাঁর মতে, ‘ব্র্যান্ড মমতা’ এখনো অত্যন্ত সফল এবং তাঁর ভাবমূর্তি অমলিন। ২০২১-এর ভোটের সেই ক্যারিশমা কাজ করবে।

কয়েকদিন আগেই টুইটে ( Twitter) প্রশান্ত কিশোর দাবি করেন, বিজেপি দুই অঙ্ক পেরোলে তিনি টুইট করা ছেড়ে দেবেন। এই কথা নিয়ে তাঁকে বিজেপি নেতারা কটাক্ষ করার পর তিনি বলেন, তাঁর গণনা ভুল হলে তিনি কাজে ছেড়ে দেবেন। তিনি চ্যালেঞ্জ করেন তাঁর কথা সত্যি হলে দিলীপ ঘোষরা ( Dilip Ghosh) রাজনীতি করা ছেড়ে দেবেন তো? এই নিয়ে রাজ্য রাজনীতিতে প্রচুর জলঘোলা হয়। তারপরে নিজের কথার ব্যাখ্যা দিলেন পিকে।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গে ৬ দফায় ভোট! শুরু ১৮ এপ্রিল, গণনা ১৩ মে: সূত্র

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version