মাত্র ২১ বছরেই কেরালায় মেয়র হতে চলেছেন সিপিএমের আরিয়া!

বেনজির। মাত্র ২১ বছরের কলেজ পড়ুয়াকে মেয়র পদে বসাচ্ছে সিপিএম (cpm)। নতুন প্রজন্মের মুখকে নেতৃত্বের সামনের সারিতে আনার ক্ষেত্রে এভাবেই উদাহরণ তৈরি করতে চায় কেরালা সিপিএম (Kerala cpm)। সেখানে এবার দেশের কনিষ্ঠতম মেয়র (youngest mayor) নির্বাচিত হতে চলেছেন বছর একুশের কলেজ পড়ুয়া আরিয়া রাজেন্দ্রন। তাঁকে তিরুবনন্তপুরমের (thiruvanantapuram) মেয়র হিসেবে মনোনীত করতে চায় পিনারাই বিজয়নের দল।

সম্প্রতি কেরলে স্থানীয় প্রশাসনের নির্বাচন হয়েছে। মুরাভানমুগল পুরনিগম নির্বাচনে সিপিএম এর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আরিয়া। ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২৮৭২ ভোটে হারিয়ে সদ্য কাউন্সিলর হয়েছেন তিনি। নতুন দায়িত্ব প্রসঙ্গে আরিয়া বলেন, আমি বর্তমানে কাউন্সিলর। দল যদি আমাকে মেয়রের দায়িত্ব দেয়, তা গ্রহণ করব। সূত্রের খবর, সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ নতুন মুখ এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিকে এই পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তখনই উঠে আসে আরিয়া রাজেন্দ্রনের নাম।

ভাবী মেয়র আরিয়া এখনও ছাত্রী। তিনি তিরুবনন্তপুরমের এলবিএস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছেন। কলেজে সক্রিয়ভাবে বাম রাজনীতির সঙ্গে যুক্ত। এসএফআই-এর রাজ্য কমিটির সদস্য। বর্তমানে সিপিএমের শিশু শাখা বালসঙ্ঘম-এর সভাপতি পদেও আছেন তিনি।

আরও পড়ুন- বিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!

Previous articleবিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!
Next articleইসরায়েলের সঙ্গে সম্পর্কে সায় নেই বাংলাদেশের