Friday, December 19, 2025

‘জহর দা’কে অনুষ্ঠানে আমন্ত্রণ বিজেপির!

Date:

Share post:

বাংলায় ক্ষমতা দখলের ইচ্ছে থাকলেও বিজেপি (BJP) বাংলা সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই অভিযোগ সবসময় করছেন তৃণমূলের (TMC) নেতানেত্রীরা। আর সেটা যে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অঙ্গ নয়, তার বারবার প্রমাণ মিলছে গেরুয়া শিবিরের আচরণে। বিদ্যাসাগরের (Vidyassgar) মূর্তি ভাঙা, সহজ পাঠের রচয়িতা ভুল নাম বলা, রবীন্দ্রনাথের (Rabindranath) জন্মস্থান ভুল বলার পর, এবার ৫০ বছর আগে প্রয়াত টলিউডের অভিনেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল বিজেপি।

বাংলা অভিনয় জগতের সাদাকালো যুগের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা প্রয়াত জহর গঙ্গোপাধ্যায়ের (Jahar Ganguly) বাড়িতে হাজির হয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন বিজেপি কর্মীরা। শুনে তাজ্জব তাঁর উত্তরাধিকারীরা। প্রশ্ন করে তাঁরা জানতে পারেন, বিজেপির তরফে জহর গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানিয়ে কার্ড দিতে এসেছেন তাঁরা! তাদের ভ্রান্তি না কাটিয়ে কোনওক্রমে কার্ড নিয়ে তাঁদের বিদায় জানান জহর গঙ্গোপাধ্যায়ের নাতনি সুজাতা খাস্তগীর (Sujata Khastagir)।

কী জানতে চেয়ে ছিলেন ওই বিজেপি কর্মীরা? “জহরদা বাড়ি আছেন? আসলে, ওঁকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমরা এলাম।” সুজাতা খাস্তগীর এতটাই বিস্মিত যে তিনি কোনও উত্তরই দিতে পারছিলেন না। কারণ 1969 সালে মারা গিয়েছেন তাঁর দাদু জহর গঙ্গোপাধ্যায়। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কার্ডটি নিয়ে তাঁদের বিদায় জানান সাউথ পয়েন্ট স্কুলের ‘আর্ট টিচার’  সুজাতা।

কার্ডে লেখা, “৬৯ নং ওয়ার্ডে বড়দিনের সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাতে অতিথি হিসেবে থাকতেই হবে “জহর গঙ্গোপাধ্যায় মশাইকে”। সুজাতার কথায়, এই জ্ঞান নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের ভুল ভাঙাতে যাওয়া বৃথা বলেই মনে করেন তিনি।

তবে, বিজেপি কর্মীদের এহেন কাজের সাফাইয়ে রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, কর্মীরা হয়ত ভুল করেছেন। হয়ত অন্য কোনও জহর গঙ্গোপাধ্যায়ের বাড়ি কার্ড দিতে গিয়ে প্রয়াত অভিনেতার বাড়ি চলে গিয়েছেন।

আরও পড়ুন-আমরা মমতার পাশে আছি, জনসভায় বললেন সৌগত

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...