Saturday, November 15, 2025

বাংলায় ক্ষমতা দখলের ইচ্ছে থাকলেও বিজেপি (BJP) বাংলা সংস্কৃতি সম্পর্কে ওয়াকিবহাল নয়। এই অভিযোগ সবসময় করছেন তৃণমূলের (TMC) নেতানেত্রীরা। আর সেটা যে শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অঙ্গ নয়, তার বারবার প্রমাণ মিলছে গেরুয়া শিবিরের আচরণে। বিদ্যাসাগরের (Vidyassgar) মূর্তি ভাঙা, সহজ পাঠের রচয়িতা ভুল নাম বলা, রবীন্দ্রনাথের (Rabindranath) জন্মস্থান ভুল বলার পর, এবার ৫০ বছর আগে প্রয়াত টলিউডের অভিনেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল বিজেপি।

বাংলা অভিনয় জগতের সাদাকালো যুগের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা প্রয়াত জহর গঙ্গোপাধ্যায়ের (Jahar Ganguly) বাড়িতে হাজির হয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করেন বিজেপি কর্মীরা। শুনে তাজ্জব তাঁর উত্তরাধিকারীরা। প্রশ্ন করে তাঁরা জানতে পারেন, বিজেপির তরফে জহর গঙ্গোপাধ্যায়কেই আমন্ত্রণ জানিয়ে কার্ড দিতে এসেছেন তাঁরা! তাদের ভ্রান্তি না কাটিয়ে কোনওক্রমে কার্ড নিয়ে তাঁদের বিদায় জানান জহর গঙ্গোপাধ্যায়ের নাতনি সুজাতা খাস্তগীর (Sujata Khastagir)।

কী জানতে চেয়ে ছিলেন ওই বিজেপি কর্মীরা? “জহরদা বাড়ি আছেন? আসলে, ওঁকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমরা এলাম।” সুজাতা খাস্তগীর এতটাই বিস্মিত যে তিনি কোনও উত্তরই দিতে পারছিলেন না। কারণ 1969 সালে মারা গিয়েছেন তাঁর দাদু জহর গঙ্গোপাধ্যায়। প্রাথমিক বিস্ময় কাটিয়ে কার্ডটি নিয়ে তাঁদের বিদায় জানান সাউথ পয়েন্ট স্কুলের ‘আর্ট টিচার’  সুজাতা।

কার্ডে লেখা, “৬৯ নং ওয়ার্ডে বড়দিনের সকালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাতে অতিথি হিসেবে থাকতেই হবে “জহর গঙ্গোপাধ্যায় মশাইকে”। সুজাতার কথায়, এই জ্ঞান নিয়ে যাঁরা এসেছেন, তাঁদের ভুল ভাঙাতে যাওয়া বৃথা বলেই মনে করেন তিনি।

তবে, বিজেপি কর্মীদের এহেন কাজের সাফাইয়ে রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, কর্মীরা হয়ত ভুল করেছেন। হয়ত অন্য কোনও জহর গঙ্গোপাধ্যায়ের বাড়ি কার্ড দিতে গিয়ে প্রয়াত অভিনেতার বাড়ি চলে গিয়েছেন।

আরও পড়ুন-আমরা মমতার পাশে আছি, জনসভায় বললেন সৌগত

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version