ব্রেকফাস্ট স্পোর্টস

১) বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা ভারতীয় বোলারদের। অশ্বিন, বুমরারর বোলিং এ কুপোকাত অজি ব‍্যাটসম‍্যানরা।

২) তৃতীয় টেস্টে অনিশ্চিত ডেভিড ওয়ার্নার। চোটের কারনে দৌড়াতে অসুবিধা হচ্ছে তার। যা চিন্তায় রাখছে অজি কোচকে।

৩) শনিবার চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। তিন পয়েন্টের লক্ষ‍্য লাল-হলুদ কোচ রবি ফাউলারের।

৪) আইএসএলএে জয়ের ধারা ধরে রাখতে মরিয়া এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। গোল করতে মুখিয়ে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা।

৫) করোনায় আক্রান্ত ম‍্যাঞ্চেস্টার সিটি দুই ফুটবলার। গ‍্যাব্রিয়াল জেসুস এবং কাইল করোনায় আক্রান্ত।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ